NE UpdatesHappeningsBreaking News
৫০ হাজার টাকায় নবজাতক বিক্রি, গ্রেফতার তিন
ধেমাজি, ৫ ডিসেম্বর : ধেমাজির চিলাপথারে নবজাতক ক্রয় বিক্রয়ের এক ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। কিছুদিন আগে এক শিশুরোগ বিশেষজ্ঞের বাসভবন থেকে শিশু ক্রয়-বিক্রয়ের একটি ঘটনা জানা গিয়েছিল। এ বার অনুরূপ ঘটনা ঘটেছে ধেমাজিতে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
প্রাপ্ত খবর অনুযায়ী, গোলাঘাটের ৭২১নং রেলপথের ৫নং ওয়ার্ডের বাসিন্দা ইদুল আলির স্ত্রী সীমা বেগম গত ২৫ সেপ্টেম্বর যোরহাট মেডিক্যাল কলেজে একটি কন্যাশিশুর জন্ম দেন। জন্মের প্রায় ২ মাস পর ২৩ নভেম্বর যোরহাটের হিমাশ্রী বরা নামের এক মধ্যভোগীর সহায়তায় চিলাপথারের কল্যাণ কেন্দ্র নিবাসী সুনীতা দেবীর কাছে ৫০ হাজার টাকার বিনিময়ে মা-বাবা সন্তানকে বিক্রি করে দিয়েছিল। কিন্তু কিছুদিন পর ২ ডিসেম্বর মা সীমা বেগম সুনীতা দেবীর কাছে নিজের সন্তান ফেরত চান। এরপরই সুনীতা দেবী এ ব্যাপারে পুলিশের দ্বারস্থ হন। পরবর্তী সময়ে বগিবিলের সেতুর নিচে শিশুটিকে সুনীতা দেবীর কাছ থেকে ঘুরিয়ে নেবার মুহূর্তে পুলিশ সীমা বেগমকে হাতেনাতে আটক করে।
এ দিকে, শিশুটিকে উদ্ধার করার পাশাপাশি তার মা-বাবা ও সুনীতা দেবীকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে। পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি ধেমাজি জেলা শিশু কল্যাণ সমিতিকে অবগত করে। এরপর ধেমাজি শিশু কল্যাণ সমিতি উভয়পক্ষকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে। এরপরই পুরো ঘটনা প্রকাশ্যে আসে। চিলাপথার থানায় সমিতির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। তাদের ইতিমধ্যে ধেমাজি জেলা কারাগারে পাঠানো হয়েছে।