Barak UpdatesHappeningsBreaking News
বুুধবার গান্ধীভবনে এআইইউটিইউসির রাজ্য অভিবর্তন
ওয়েটুবরাক, ২ ডিসেম্বরঃ আগামী বুধবার এআইইউটিইউসি-র রাজ্য অভিবর্তন শিলচর গান্ধীভবনে অনুষ্ঠিত হবে। দেশ ব্যাপী শ্রমিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়েই রাজ্যে রাজ্যে তাঁরা এই ধরনের অভিবর্তন করছেন। পরে ১৫, ১৬ ও ১৭ ডিসেম্বর ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে সর্বভারতীয় সম্মেলন।
সোমবার শিলচর উকিলপট্টি স্থিত এআইডিএসও কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এআইইউটিইউসির রাজ্য সম্পাদক আজহার হুসেইন বুধবারের কর্মসূচি সফল করে তুলতে শ্রমিক, কৃষক সহ সকলের অকুণ্ঠ সমর্থন কামনা করেন। সংগঠনের কর্মকর্তা অরুণাংশু ভট্টাচার্য বলেন, সমস্ত রাষ্ট্রায়্ত্ত সংস্থা বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। আদানি-আম্বানি সব কিনে নিচ্ছেন। এর বিরুদ্ধে ব্যাপক আন্দোলন জরুরি।
অজিত আচার্যের কথায়, সংগঠিত ক্ষেত্রগুলি ভেঙে দেওয়া হচ্ছে। তাতে শ্রমিকরাও অসংগঠিত ক্যাটাগরিতে চলে যাচ্ছেন। তাই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আসাম আন্দোলনের দিনগুলির কথা উল্লেখ করে তিনি বলেন, সে সময় রাজ্যের শিল্পক্ষেত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই ক্ষতি পুষিয়ে ওঠার আগেই বর্তমান সরকার আঘাতের পর আঘাত হেনে সব একেবারে গুঁড়িয়ে দিচ্ছে। অজিতবাবু বলেন, অসমিয়া-বাঙালি বিদ্বেষে বরাকের যেমন ক্ষতি হয়েছে, তেমনি ক্ষতির শিকার ব্রহ্মপুত্র উপত্যকাও ।
এ দিনের সাংবাদিক সম্মেলনে সুব্রত নাথ এবং ভবতোষ ভট্টাচার্যও উপস্থিত ছিলেন।