Barak UpdatesHappeningsBreaking News
“চলো বাংলাদেশ” অভিযানে বরাকে ব্যাপক সাড়া
ওয়েটুবরাক, ১ ডিসেম্বর: “চলো বাংলাদেশ” আন্দোলনে রবিবার করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণ থেকে একটি বাইক রেলি বার হয়। বিভিন্ন পথ পরিক্রমা করে দুই হাজার বাইক সুতারকান্দি আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় গিয়ে পৌঁছায়। সেখানে আগে থেকে জমায়েত ছিলেন বরাক উপত্যকার তিন জেলা থেকে আসা কয়েক হাজার নারীপুরুষ। সনাতনী ঐক্যমঞ্চের আহ্বানে সভা হয় সেখানে। এর পরই সীমান্তের দিকে পদযাত্রা শুরু। পুলিশ এবং বিএসএফ আগে থেকেই সতর্ক ছিল। পুলিশের ব্যারিকেড অবশ্য কাজে আসেনি। কিন্তু সীমান্তের কাছে ঘেষতে দেয়নি বিএসএফ। কয়েকজন লাঠিপেটারও শিকার হন। শনিবারও সনাতন ঐক্যমঞ্চের এক প্রতিনিধি দল শ্রীভূমির জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব, ভারতে কর্মরত বাংলাদেশের হাই কমিশনার এবং অসমের রাজ্যপালের উদ্দেশে লেখা স্মারকলিপি তাঁর হাতে তুলে দেন। তিনদিন ধরে বরাক জুড়ে চলছে মশাল মিছিল, বিক্ষোভ সমাবেশ ইত্যাদি।