NE UpdatesHappeningsBreaking News
বিদেশি মদতে মণিপুর বিভাজনের আন্দোলন, অভিযোগ বীরেন সিংহের
ওয়েটুবরাক, ২৪ নভেম্বর: জনজাতি অধ্যুষিত জেলাগুলিকে নিয়ে পৃথক প্রশাসনের দাবিতে রাজ্যে যে আন্দোলন চলছে, এর সবটাই বিদেশি মদতে হচ্ছে বলে মন্তব্য করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। তিনি বলেন, কিছুদিন আগে-পরে হলেও আন্দোলনের সমস্ত মাথা বিদেশ থেকে এসেই মণিপুরে বসতি গড়েছেন। কুকি ন্যাশনাল অর্গানাইজেশনের প্রধান পিএস হাওকিপ মায়ানমারের বাসিন্দা। মণিপুরে আসার আগে নাগাল্যান্ডে একটি ব্যাঙ্কে চাকরি করতেন। জোমি রিভ্যুশনারি আর্মির টি গাইতেও মায়ানমারেরই মানুষ। বীরেন বলেন, “অনুপ্রবেশকারী বা বিদেশিদের হাতে যাতে মণিপুর চালিত না হয়, সে জন্য সব ধরনের প্রয়াস অব্যাহত থাকবে।” জনজাতিদের মধ্যে রেখা টেনে মুখ্যমন্ত্রী এও শোনান, থাদৌ, মার, পাইতে, ভাইপেই প্রভৃতি আদি বাসিন্দাদের নিয়ে তাঁদের এমন অভিযোগ নেই। ১২ নভেম্বর জিরিবামের বড়বেকরা গ্রামের ঘর পোড়ানো, অপহরণ, হত্যা, সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শতাধিক কুকি জঙ্গি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছিল। সিআরপি জওয়ানরা সময়মতো উপস্থিত না হলে সেদিন মারাত্মক ঘটনা ঘটে যেত। তিনি সে জন্য কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বীরেন সিংহ জানান, জিরিবামের হত্যাকারীদের শায়েস্তা করা হবে। তাদের গ্রেফতারের জন্য ব্যাপক তল্লাশি চলছে।
শুধু কুকি-মারদের ওপর নয়, মুখ্যমন্ত্রী সিংহ ক্ষিপ্ত আন্দোলনের নামে মন্ত্রী-বিধায়কদের বাড়িঘরে ভাঙচুর করা মেইতেই যুবকদের ওপরও। বললেন, সোনা-গয়না লুট আন্দোলনের অংশ হতে পারেন না। তাই তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলছে ধরপাকড়। মণিপুরে ইন্টারনেট সেবা বন্ধের জন্য যে কাজকর্ম বিঘ্নিত হচ্ছে, তা স্বীকার করে নিয়ে তিনি বলেন, বাধ্য হয়েই তা করতে হচ্ছে।