India & World UpdatesHappeningsBreaking News
ভাগবত সাক্ষাৎ: মুখ্যমন্ত্রীর চেয়ারেই পাখির চোখ দেবেন্দ্রর
ওয়েটুবরাক, ২২ নভেম্বর: ভোট মিটতেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ছুটে গেলেন আরএসএস প্রধান মোহন ভাগবতের দুয়ারে। সংঘ পরিবারের সদর দফতরে হঠাৎ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর উপস্থিতি গুঞ্জনের জন্ম দিয়েছে।
আবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতেই কি মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করলেন ফড়নবিশ? একদা দেবেন্দ্র মুখ্যমন্ত্রীর পদে ছিলেন। তাই আবার সেই পদ ফিরে পেতে চাইছেন তিনি। আরএসএস ছাড়া সেটা লাভ করা সম্ভব নয়, তা ভালোই জানেন তিনি।
তাই একেবারে তড়িঘড়ি মোহন ভাগবতের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলে রাখলেন দেবেন্দ্র ফড়নবিশ। প্রায় ১৫ মিনিট কথা বলেছেন তাঁরা। যদিও এই বিষয়ে যে তিনি খেলে দিয়েছেন সেটা নিজে মুখে স্বীকার করেননি। মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করা নিয়ে দেবেন্দ্র ফড়নবিশ সংবাদমাধ্যমে বলেন, ‘ভাগবতজি যখনই এই শহরে আসেন আমি গিয়ে দেখা করি। এটা একেবারেই সৌজন্য সাক্ষাৎ।’ কিন্তু বিধানসভা নির্বাচন শেষ হতেই এমন সাক্ষাৎ কেন? প্রশ্ন উঠছে।