Barak UpdatesHappeningsBreaking News
উইমেন্স কলেজে বাণিজ্য বিভাগের উদ্যোগে স্হানীয় মহিলা উদ্যোগীদের নিয়ে প্রদর্শনী
ওয়েটুবরাক, ১৯ নভেম্বর : মহিলাদের অর্থনৈতিক ক্ষেত্রে স্বনির্ভর করতে এবং স্বতন্ত্র চিন্তাধারায় নিজেদের জীবিকা উপার্জনের নানান সূত্র ও উপাদানের বিষয়ে অবগত করানোর লক্ষ্যে উইমেন্স কলেজ শিলচরের বাণিজ্য বিভাগের উদ্যোগে ফাইন্যান্সিয়াল লিটারেসি বিষয়ক একদিবসীয় এক কর্মশালার আয়োজন করা হয়।
একই সঙ্গে বাণিজ্য বিভাগের উদ্যোগে ‘উৎকর্ষ’ নামের একটি দেয়াল পত্রিকারও আনুষ্ঠানিক উন্মোচন হয়। উন্মোচন করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি বুদ্ধদেব চৌধুরী।
অর্থনৈতিক স্বাধীনতা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় মহিলা উদ্যোগীদের নিয়ে প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন কলেজের প্রাক্তন শিক্ষিকা তথা অর্থনীতি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. অরুন্ধতী মজুমদার। কলেজের বাণিজ্য বিভাগের উদ্যোগের প্রশংসা করে ড. অরুন্ধতী বলেন, নারীরা এবং উদ্যমী ছাত্রীরা এতে এক নতুন দিশা খুঁজে পাবে।
ফাইনান্সিয়াল লিটারেসি বিষয়ক সে দিনের কর্মশালায় বর্তমান সময়ে ছাত্রীদের নিজেদের অর্থনৈতিক বিষয়ে নানাবিধ জ্ঞান ও স্বনির্ভর হওয়ার নানান সুযোগ সুবিধার খুঁটিনাটি নিয়ে আলোকপাত করেন অনুষ্ঠানের মুখ্য বক্তা গ্লোবাশন প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা দেবজ্যোতি পাল।
কলেজ অধ্যক্ষ ডঃ শান্তনু দাস ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আগেকার দিনে মানুষ তাদের অর্জিত টাকা জমিয়ে রাখাকে প্রাধান্য দিতেন। বর্তমান সমাজে অর্জিত টাকা নিবেশের নানা সুযোগ রয়েছে। স্বভাবতই এটা জনগণের গুরুত্বপূর্ণ অভ্যাসে পরিণত হচ্ছে। নারীদের স্বাতন্ত্র্য এবং আর্থিক স্বনির্ভরতার বিশেষ প্রয়োজনীয়তা বলে তিনি উল্লেখ করেন। কলেজ পরিচালন সমিতির সভাপতি বুদ্ধদেব চৌধুরী, প্রাক্তন অধ্যক্ষ ড. দেবশ্রী দত্ত, প্রাক্তন অধ্যাপক ড. সুতপা শিকদার এবং বাংলা বিভাগের প্রধান ড. সুষ্পিতা দাস প্রাসঙ্গিক বক্তব্য রাখেন।
বাণিজ্য বিভাগের বিভাগীয় প্রধান পারমিতা বণিক বলেন, ফাইনান্সিয়াল লিটারেসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কলেজের ছাত্রী ও শহরের নারীদের নিয়ে তাদের স্বনির্ভরতার ক্ষেত্রে অবদান জোগাতে এই আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। মোট ২১ জন উদ্যোগী মহিলা তাঁদের তৈরি সামগ্রী নিয়ে এদিনের অনুষ্ঠানে যোগদান করেন। এই আয়োজনকে ঘিরে ছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।