Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
সীমান্ত টপকে করিমগঞ্জে ধরা পড়লেন নয় বাংলাদেশি, পরে ফেরত
ওয়েটুবরাক, ১৯ নভেম্বরঃ আরও নয়জন বাংলাদেশি মঙ্গলবার করিমগঞ্জ জেলায় ধরা পড়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাদের সবাইকে সীমান্তের ওপারে ফেরত পাঠানো হয়েছে। ধৃতরা হলেন মহম্মদ মামুন, আব্বু নঈম, রসিদ ইসলাম, মুরাদ আলি মণ্ডল, মহম্মদ আশরাফুল হক, মহম্মদ বশির হাওলাদার, মহম্মদ রবিউল হাওলাদার, মহম্মদ মহবত আলি ও মহম্মদ মহীম হোসেন।
বাংলাদেশ থেকে অবৈধ ভাবে সীমান্ত টপকে ভারতে ঢুকতেই করিমগঞ্জ পুলিশ তাদের গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পর তাঁরা বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত হওয়ার পরই তাদের ফেরত পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী শর্মা এক্স হ্যান্ডেলে “গুড জব” বলে পুলিশ কর্মীদের তারিফ করেন।