Barak UpdatesHappeningsSportsBreaking News
নিয়ম রক্ষার ম্যাচে দশজনে খেলে ড্র নর্থইস্টের
// দ্বিজেন্দ্রলাল দাস//
৮ নভেম্বর : নির্ধারিত সময়ের খেলা শেষ হতে তখন বাকি এক মিনিট। গোল করে দলকে এগিয়ে দিলেন লেনরোল এফসি-র ম্যাথিউ মান। এক গোলে এগিয়ে গেল ঘরোয়া দল। নির্ধারিত সময়ের খেলা শেষ। ইনজুরি টাইমের খেলা হয়ে গেছে আট মিনিট। তখনই এক দুর্দান্ত গোল করে দলকে সমতায় আনেন নর্থইস্ট ইউনাইটেড এফসি-র গুনলেইবা। উচ্ছ্বাসে মেতে পড়েন খেলোয়াড়রা। উচ্ছ্বাস পরিলক্ষিত হয় দর্শকদের মধ্যেও। একে তো খেলছিল দশজনে, তারপর ম্যাচের শেষ মুহূর্তে গোল খেয়ে যেভাবে ম্যাচে ফিরে এল নর্থইস্ট, এটা তাদের কাছে জয়ের নামান্তর বললেও ভুল হবে না।
ক্যাপ্টেন এন এম গুপ্ত ট্রফির এ গ্রুপের শেষ ম্যাচ ছিল আজ। একটানা দুই ম্যাচ জিতে এই গ্রুপ থেকে আগেই ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছিল মণিপুরের এফসি রায়েংদাই। ফলে আজকের ম্যাচ দুই দলের কাছে ছিল কেবল নিয়মরক্ষার।
এই ম্যাচ যে নিছকই নিয়মরক্ষার, তা দুই দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে পরিস্কার। বিশেষ করে প্রথমার্ধের খেলায়। ম্যাচের প্রথম অর্ধে দুই দলের খেলোয়াড়রা গোলের সুযোগ পেলেও গোল করতে পারেনি কেউ। কিংবা কোনও দলের খেলোয়াড়রা গোলকিপারকেও কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারেননি। তুলনামূলকভাবে বিচার করলে কিছুটা উপভোগ্য ফুটবল দেখা যায় খেলার শেষদিকে। শেষ দশ মিনিট তো খেলা হয়েছে বেশ উত্তেজনাপূর্ণ। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে।
খেলার বয়স তখন ৫০ মিনিট। এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পেয়েছিল লেনরোল। খালি গোল পেয়েও লেনরো¸লের আলফ্রেড বল জ্বালে রাখতে ব্যর্থ হন। ৫৩ মিনিটে অশ্লীল ভাষা ব্যবহারের জন্য লালকার্ড দেখেন নর্থইস্টের গোলকিপার দিব্যিয়াজ ঠাক্কর। এরপর খেলার বাকি সময় দশজনে খেলে নর্থইস্ট। তবে লড়াইটা বেশ মন্দ করেননি। নিজেদের ঘর সামলে একের পর এক আক্রমণও করে। আদায় করে গোলের সুযোগ। ম্যাচ যখন প্রায় গোলশূন্যভাবে শেষের দিকে এগোচ্ছিল, তখন লেনরোলকে এগিয়ে দেন ম্যাথিউ মান। ১-০ গোলে লিড নেয় তারা। ইনজুরি টাইমে সমতায় আসে নর্থইস্ট। নিজেদের বক্স থেকে এক লম্বা শটে বল পান গুনলেইবা। বাঁ-দিক থেকে আক্রমণ করেন তিনি। বল নিয়ে দ্রুত এগিয়ে যান তিনি। তাঁকে বাঁধা দেওয়ার চেষ্টা করেন এক ডিফেন্ডার। সামান্য এগোলেন গোলকিপারও। ঠান্ডা মাথায় বল জ্বালে রাখেন গুনলেইবা। ফল দাঁড়ায় ১-১। শেষ মুহূর্তে গোল করায় ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন তিনি। গুনলেইবার হাতে পুরস্কার তুলে দিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার শুভাকাঙ্খী গৌতম পাল ও দীপক দাস। সঙ্গে ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত।
আগামীকাল কলকাতার মহামেডান স্পোর্টিং খেলবে আইজল এফসি-র সঙ্গে। ফাইনালে খেলতে হলে মহামেডানকে আগামীকালের ম্যাচ ড্র করলেই হবে। অন্যদিকে, শিরোপার লড়াইয়ে খেলতে হলে আইজলকে কেবল জিতলেই হবে না, একই সঙ্গে বাড়াতে হবে গোলের ব্যাবধানও।