Barak UpdatesHappeningsSportsBreaking News

জয়ের ধারা অব্যাহত রেখে গুপ্ত ট্রফির ফাইনালে রায়েংদাই

//দ্বিজেন্দ্রলাল দাস//
৬ নভেম্বর : লক্ষীপুরের লেনরোল এফসি-কে হারিয়ে ফাইনালে খেলার পথে এক পা বাড়িয়ে রেখেছিল তারা। আর আজ বুধবার নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে নিল মণিপুরের এফসি রায়েংদাই । আজ তারা জিতল ২-১ গোলে। নিজেদের প্রথম ম্যাচে হারার সুবাদে লেনরোল ও নর্থইস্ট -র ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে কেবলই নিয়মরক্ষার ম্যাচ।

শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্যাপ্টেন এন এম গুপ্ত ট্রফির তৃতীয় দিনের খেলা ছিল আজ। নর্থইস্ট এফসি ও রায়েংদাইয়ের ম্যাচেকে কেন্দ্র করে জনমানসে উৎসাহের পারদ ছিল অনেক উঁচুতে, তার আঁচ পাওয়া যায় দর্শকের উপস্থিতিতেই। গত দুইদিনের চেয়ে উপস্থিতির সংখ্যা ছিল অনেক বেশি। পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতিও ছিল উল্লেখ করার মতো। ক্যাপ্টেন গুপ্ত ট্রফিকে কেন্দ্র করে ফুটবল মাঠে আবার দর্শক হচ্ছে, সেটা হলো বড় কথা।


আজ খেলার শুরু থেকে দুই দলের খেলোয়াড়রা ম্যাচের রাশ নিজেদের হাতে রাখার এক অনন্য প্রয়াস চালান। আক্রমণ প্রতি আক্রমণে এগোতে থাকে ম্যাচ। দুই দলের ফুটবলাররাই গোলের সুযোগ পান। তবে ম্যাচের ৩৫ মিনিটে রায়েংদাই এগিয়ে যায় এল বিক্রমজিতের গোলে। আর ৪১ মিনিটে ফল ডাবল করেন এস সাগর সিং। বিরতির সময় ২-০ গোলে এগিয়েছিল রায়েংদাই। বিরতিতে আজ পরিবেশিত হয় ঝুমুর নৃত্য।
০-২ গোলে পিছিয়ে থাকায় দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই গোলের জন্য মরিয়া প্রয়াস চালায় নর্থইস্ট ইউনাইটেড এফসি। বেশ আক্রমণাত্মক মেজাজেই শুরু করে তারা। ম্যাচের ৪৯ মিনিটে গোলের ভালো সুযোগ পায়। বক্সের সামান্য বাইরে থেকে অধিনায়ক শিজিল এনএস-এর শট বাঁচিয়ে দেন বিপক্ষের গোলরক্ষক কামেই পানতিগা। এর অল্প বাদেই লালরিনফেলা রালতে গোলের একটি সুন্দর সুযোগ পান। কিন্তু গোল করতে পারেননি। নর্থইস্টের এই ফরোয়ার্ড় বেশ কিছু ভালো আক্রমণ করেছিলেন। সতীর্থের কাছে বল না ছেড়ে নিজে গোল করার অফুরান প্রয়াসে মার খান তিনি। একা না খেলে গোলের জন্য বল ‘পাস’ করে দিলে হয়তো আখেরে দলের লাভ হতো। কেবল রালতের ক্ষেত্রেই নয়, একই প্রবণতা পরিলক্ষিত হয়েছে রায়েংদাইয়ের আরও কয়েকজনের মধ্যেও। অন্যদিকে, ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল রায়েংদাইও। রায়েংদাইয়ের শিতালজিৎ মেইতেই ডানদিক থেকে আক্রমণ করেন। দ্রুত বেগে বল নিয়ে ঢোকেন বক্সে। তাঁর গতি আটকাতে ধাক্কা মারেন বিপক্ষের মুকুল পানওয়ার। রেফারি নির্মল ভট্টাচার্য পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন শিতালজিৎ। ৭০ মিনিটে ব্যবধান কমায় নর্থইস্ট। বাঁ-দিক থেকে ফ্রেডির সেন্টার থেকে বল পেয়ে গোলকিপারকে পরাস্ত¸ করেন পরিবর্ত খেলোয়াড় গুনলেইবা। ফল দাঁড়ায় ২-১। ম্যাচের শেষদিকে রায়েংদাইয়ের খেলোয়াড়রা একের পর এক আক্রমণ করেন। গোলের সুযোগও পান তাঁরা। একবার তো গোলরক্ষক পোস্ট ছেড়ে বের হয়েছিলেন। খালি পেয়েও বল গোলে রাখা সম্ভব হয়নি তাদের। ইনজুরি টাইমে বিক্রমজিতের ফ্রিকিক বারে লেগে ফিরে আসে। ম্যাচ শেষ হয় ২-১ ফলেই।
আজ ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন রায়েংদাইয়ের রোজেন মেইতেই। তাঁর হাতে পুবস্কার তুলে দিলেন ফিফার প্রাক্তন সহকারী রেফারি মৃণালকান্তি রায়।
আগামীকাল মহামেডান এফসি খেলবে সেনাপতি এফসি-র বিপক্ষে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker