Barak UpdatesHappeningsBreaking News
ধলাইয়ের রাস্তাঘাটে আরও ৫০ কোটি, ঘোষণা হিমন্তর
ওয়েটুবরাক, ৬ নভেম্বর: উন্নয়নের ফিরিস্তি দিয়েই ধলাই উপনির্বাচনে দলের প্রার্থী নীহাররঞ্জন দাসের জন্য ভোট চাইলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অরুণোদয়, নিযুত মাইনা প্রকল্প, রেশন কার্ড ইত্যাদি নানা উদাহরণ দিয়ে তিনি বলেন, বিজেপি জিতলে ধলাইতে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। কেন্দ্রে-রাজ্যে বিজেপি, ফলে কংগ্রেসের বিধায়ক হলে এই এলাকার কোনও লাভ হবে না। তিনি কংগ্রেসকে ‘বেটাগরু’ বলে বিদ্রুপ করেন। তাঁর বক্তব্য, বেটাগরুকে বেশি করে খাওয়ালেও লাভ হবে না, প্রকৃতির নিয়ম মেনেই সে দুধ দিতে পারে না। অন্যদিকে বিজেপির নীহাররঞ্জনকে বিকাশের গরু বলে উল্লেখ করে হিমন্ত বলেন, তাঁকে জেতালে উন্নয়ন হবে।
এরপরই তিনি একটি তালিকা পড়ে শোনান। ঘোষণা করেন, এইসব রাস্তায় সংস্কার, পুনর্নির্মাণ তো হবেই, সঙ্গে আরও ৫০ কোটি দেওয়া হবে ধলাইতে রাস্তা নির্মাণের জন্য। হবে আরও একটি মডেল ডিগ্রি কলেজ, বাড়বে হাসপাতালের শয্যাসংখ্যা।