Barak UpdatesHappeningsBreaking News
বাংলাদেশ তো অখণ্ড ভারতেরই, নীহারের বিধায়ক হতে বাধা কোথায়, পাল্টা প্রশ্ন হিমন্তের
ওয়েটুবরাক, ৫ নভেম্বরঃ বাংলাদেশি, বিদেশি, অনুপ্রবেশকারী ইত্যাদি শব্দ বলে ভোটের ময়দানে তিনিই সবচেয়ে মুখর হন। সোমবার ধলাইতে নির্বাচনী জনসভা করতে এসে ওইসব শব্দই তাঁকে তাড়া করে বেড়ায়। বারবার একই প্রশ্ন শুনতে হয় হিমন্ত বিশ্ব শর্মাকে, নীহাররঞ্জন দাস কি বাংলাদেশি? প্রসঙ্গ থেকে সরে এলেও সাংবাদিকরা ঘুরে ফিরে একবিন্দুতেই দাঁড়িয়ে থাকেন। শেষে বাংলাদেশি ইস্যুতে অনেকটা মেজাজ হারিয়েই বলে ফেলেন মুখ্যমন্ত্রী, “সোনিয়া গান্ধী ইতালি থেকে এসে নেতা হতে পারলে নীহার নয় কেন? ইতালি তো কোনও কালেই ভারতের সঙ্গে ছিল না। কিন্তু বাংলাদেশ তো অখণ্ড ভারতই ছিল। সেখান থেকে আইনি প্রক্রিয়া মেনে কেউ ভারতে এলে বিধায়ক হতে বাধা কোথায়!”
ধলাইয়ে এসে বাংলাদেশি ইস্যুতে অনেকটা অবস্থান বদলে হিমন্ত বাঙালি আবেগ উসকে দেন। কংগ্রেসকে পাল্টা ভিলেন বানিয়ে তিনি বলেন, বাঙালিদের বাংলাদেশি বলে সন্দেহ করার প্রবণতা তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর কমিয়ে এনেছেন। এখন এই ধরনের অভিযোগে যদি ফের নোটিশ দেওয়া শুরু হয়, তাহলে বাঙালিদের ভুগতে হবে।
সোমবার ঝাড়খণ্ড থেকে এসে হিমন্ত ধলাইতে দুটি জনসভায় বক্তব্য রাখেন। দুই জায়গাতেই তাঁর সঙ্গে নীহাররঞ্জন ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কৃপানাথ মালা, তিন বিধায়ক কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী ও মিহিরকান্তি সোম, প্রাক্তন সাংসদ তথা ত্রিপুরার প্রভারি ডা. রাজদীপ রায় প্রমুখ।