NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
অনুপ্রবেশের জন্য পশ্চিমবঙ্গকে দোষারোপ করলেন হিমন্ত
ওয়েটুবরাক, ২৭ অক্টোবর : অনুপ্রবেশের জন্য পশ্চিমবঙ্গকে দোষারোপ করলেন অসমের মু্খ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গে জুড়লেন কনরাড সাংমার নেতৃত্বাধীন মেঘালয় সরকারকেও। এই ইস্যুতে অসম পুলিশের সঙ্গে বিজেপি শাসিত ত্রিপুরার নিরাপত্তা রক্ষীদের অবশ্য বাড়তি নম্বর দেন তিনি। হিমন্ত বলেন, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হওয়ার পর সে দেশের একাংশ নাগরিক অবিরাম ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে। তাদের বাধা দেওয়ার জন্য বিএসএফের সঙ্গে সমন্বয় রেখে অসম ও ত্রিপুরা পুলিশ যথাযথ দায়িত্ব পালন করে চলেছে। তবে বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গ এবং মেঘালয়েরও। সন্দেহের আঙুল তুলে তিনি বলেন, বঙ্গের সরকার সাহায্য করলেই সুসংগঠিত প্রচেষ্টায় অনুপ্রবেশ ঠেকানো সম্ভব। নইলে অসম-ত্রিপুরায় বাধা পেয়ে অনুপ্রবেশকারীরা সে রাজ্যকে বেছে নিলে দেশের ক্ষতি।