India & World UpdatesHappeningsBreaking News
ভুবনেশ্বর বিমানবন্দরে চিতাবাঘের আতঙ্ক
ওয়েটুবরাক, ২৭ অক্টোবর : ভুবনেশ্বর বিমানবন্দরে চিতাবাঘের আতঙ্ক। ওড়িশার বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে চিতাবাঘের খোঁজে তল্লাশি করছে বন কর্মীদের একটি দল।
বিমানবন্দরেরই কর্মী এক মহিলা প্রথম দাবি করেন যে তিনি একটি চিতাবাঘ দেখেছেন। রীতিমতো শোরগোল পড়ে যায় যাত্রী ও অন্যান্য কর্মীদের মধ্যে।
পুলিশের একটি দলকে সঙ্গে করে বিমানবন্দরে তল্লাশি অভিযান শুরু করে বন কর্মীরা। চিতাবাঘ ধরার জন্য জাল সহ প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে যান তাঁরা। যদিও অনেকক্ষণ খোঁজার পরও সেখানে কোনও চিতাবাঘের দেখা মেলেনি।
ঠিক ২০১৯ সালে ভুবনেশ্বর বিমানবন্দরে চিতাবাঘের দেখা মিলেছিল। সিসিটিভি ফুটেজে বিমানবন্দরের দেওয়াল বিয়ে একটা চিতাবাঘকে ঢুকতে দেখা যায়। যদিও বিমানবন্দর থেকে উদ্ধার করে পরে সেটিকে চন্দকা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল৷
২০১৯ সালে ভুবনেশ্বর বিমানবন্দরে চিতাবাঘের দেখা মিলেছিল। সিসিটিভি ফুটেজে বিমানবন্দরের দেওয়াল টপকে একটি চিতাবাঘকে ঢুকতে দেখা গিয়েছিল। বিমানবন্দর থেকে উদ্ধার করে পরে সেটিকে চন্দকা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল।