Barak UpdatesBreaking News
সন্তোষমোহন দেবের প্রথম মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি কংগ্রেসে
আগামী ২ আগস্ট প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের প্রথম মৃত্যুবার্ষিকী। এই দিনে যথাযোগ্য মর্যাদায় তাঁকে স্মরণের জন্য শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ নিবেদন, আলোচনা সভা ইত্যাদি। সকাল ৯টায় তাঁরই নির্মিত ইন্দিরা ভবনে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকীর কর্মসূচি শুরু হবে। পতাকা উত্তোলন করবেন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপকুমার দে। সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে সর্বধর্ম সমন্বয় সভা। প্রয়াত নেতার জীবন ও কর্মের ওপর এক আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। সেটি শুরু হবে সকাল সাড়ে ১১টায়। বেলা ১টায় গরিব দুস্থদের মধ্যে খাদ্য বণ্টন। সন্ধ্যা ৬টায় সন্তোষবাবুর বিদেহী আত্মার চিরশান্তি কামনায় ইন্দিরা ভবনেই প্রদীপ প্রজ্জ্বলন করবেন দলীয় নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, সাতবারের সাংসদ সন্তোষমোহন দেব ১৯৮০ সালে প্রথমবার লোকসভায় নির্বাচিত হন। শিলচর থেকে ৫ বার প্রতিনিধিত্ব করেন। দুইবার জেতেন পশ্চিম ত্রিপুরা আসন থেকে।
English text here