India & World UpdatesHappeningsBreaking News
কেনিয়াতে বিদ্যুতের লাইনের বরাত আদানি গ্রুপকে
ওয়েটুবরাক, ১৭ সেপ্টেম্বর : কেনিয়াতে বিদ্যুতের লাইনের সম্প্রসারণ করবে ভারতের আদানি গ্রুপ। পিপিপি মডেলে এই কাজ করা হবে। আদানি গ্রুপ ও আফ্রিকা ৫০-কে এই বরাত দেওয়া হচ্ছে। পাওয়ার ট্রান্সমিশন লাইন তৈরি করবে তারা। এজন্য ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের বরাত দেওয়া হয়েছে৷
আফ্রিকা ৫০ নামে ওই সংস্থাটি হল আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের একটি ইউনিট।
বরাতের মূল্য ১.৩ বিলিয়ন ডলার, প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ডেভিড এনডি এক্স-এ একটি পোস্টে একথা বলেছেন।
‘কেট্রাকোর মাধ্যমে সরকার নতুন ট্রান্সমিশন লাইন নির্মাণের জন্য আদানি এবং আফ্রিকা ৫০ কে ছাড় দিয়েছে,’ এনডি লিখেছেন।
এদিকে দেশের প্রধান আন্তর্জাতিককে আদানি গ্রুপের কাছে ইজারা দেওয়ার জন্য কেনিয়া সরকারের এই পরিকল্পনা কেনিয়ানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে ৷