Barak UpdatesHappeningsBreaking News
সোনাবাড়িঘাটে আরবিএসকে-র মাল্টি স্পেশালিটি ক্যাম্পে তিন শতাধিক শিশুর চিকিৎসা
September 2, 2024
ওয়েটুবরাক, ২ সেপ্টেম্বর : রাষ্টীয় বাল স্বাস্থ্য কার্যসূচি (আরবিএসকে)-র অধীন সোনাবাড়িঘাট হাসপাতালে এক বহুমুখী চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। শুক্রবার সোনাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আরবিএসকের উদ্যোগে সোনাবাড়িঘাট, ধনেহরি, সাতকরাকান্দি, ধনীপুর, সৈদপুর, শিলডুবি ইত্যাদি অঞ্চলের ০ থেকে ১৮ বছর বয়সী বিভিন্ন স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়া ও শিশুদের নানা রোগের চিকিৎসা করা হয়। ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। শিবিরে তিন শতাধিক শিশুর বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা সহ ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। শিবিরে স্কুলের শিক্ষক ও অভিভাবকরা তাঁদের শিশুদের নিয়ে চিকিৎসার সুযোগ নিতে আসেন।
শিবিরে বিভিন্ন রোগের চিকিৎসা করেন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের চর্ম রোগ বিশেষজ্ঞ ডাঃ শ্রমণা কর, অস্থি রোগ বিশেষজ্ঞ ডাঃ ইমরান খান, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ রাজনীল ভট্টাচার্য, সোনাই স্বাস্থ্য খন্ডের চক্ষু রোগ সহায়িকা তাহুরা মজুমদার, শিলচর সিভিল হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ হামিদা সুলতানা, নাক কান ও গলা বিশেষজ্ঞ ডাঃ জুরি শর্মা, অডিওলোজিস্ট আলোক বিশ্বাস, ধলাই স্বাস্থ্যখন্ডের স্ত্রীরোগ বিশেষজ্ঞ সোনম পাণ্ডে, সোনাই স্বাস্থ্য খন্ডের দন্তরোগ বিশেষজ্ঞ ডাঃ রিচা দত্ত এবং শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের কিশোর কিশোরী স্বাস্থ্য বিষয়ক পরামর্শকারী মধুশ্রী ভট্টাচার্য প্রমুখ। এছাড়া শিবিরকে সার্থক করে তুলতে ছিলেন দুই ফার্মাসিস্ট শহিদুল ইসলাম ও মুফিদুল ইসলাম । গোটা শিবিরের দায়িত্বে ছিলেন বিভাগীয় ব্লক কো-অর্ডিনেটর আলমারা বেগম লস্কর এবং আরবিএসকের সোনাই মেডিক্যাল অফিসার ডাঃ আমিনুর রহমান লস্কর। ছিলেন সোনাবাড়িঘাট হাসপাতালের চিকিৎসক শাহা আলম মজুমদার।এ দিন সকালে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে শিবিরের সূচনা করেন ময়ীনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বড়ভূইয়া। উপস্থিত ছিলেন সোনাবাড়িঘাট এমভি স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান চৌধুরী সহ অনেকে। শিবিরে প্রায় তিন শতাধিক শিশু ও পড়ুয়ার চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।
উল্লেখ্য, আরবিএসকের অধীনে ০-১৮ বছর বয়সী শিশু ও কিশোর কিশোরীদের জন্মগত ত্রুটি, বয়োসন্ধিঃ, হৃদয়, চোখ, শ্বাসপ্রশ্বাসের সমস্যা, চর্মরোগ, দন্তরোগ সহ ৪২টি রোগের চিকিৎসা করা হয়। কাছাড় জেলায় আটটি স্বাস্থ্যখন্ডে ১৬ টি আরবিএসকে-র মোবাইল মেডিক্যাল টিম রয়েছে।
উল্লেখ্য, আরবিএসকের অধীনে ০-১৮ বছর বয়সী শিশু ও কিশোর কিশোরীদের জন্মগত ত্রুটি, বয়োসন্ধিঃ, হৃদয়, চোখ, শ্বাসপ্রশ্বাসের সমস্যা, চর্মরোগ, দন্তরোগ সহ ৪২টি রোগের চিকিৎসা করা হয়। কাছাড় জেলায় আটটি স্বাস্থ্যখন্ডে ১৬ টি আরবিএসকে-র মোবাইল মেডিক্যাল টিম রয়েছে।
প্রসঙ্গত, এদিন শিবির খতিয়ে দেখতে সোনাবাড়িঘাট হাসপাতালে হাজির হন জেলার অতিরিক্ত আয়ুক্ত (স্বাস্থ্য) ডাঃ খালেদা সুলতানা আহমেদ। তাঁর সঙ্গে আসেন ডিএম ই ডাঃ গুলবাহার রাজ ও বিভাগীয় জেলা সংযোজক ইকবাল বাহার লস্কর।