Barak UpdatesHappeningsBreaking News
এলাকার সমস্যা তুলে ধরে বিধানসভায় দীর্ঘ বক্তৃতা করলেন কৌশিক
ওয়েটুবরাক, ৩০ আগস্ট : লক্ষীপুরের স্বাস্থ্য পরিষেবা, নদী ভাঙন সহ বিভিন্ন সমস্যা বিধানসভায় সুন্দর ভাবে তুলে ধরলেন কৌশিক রায়৷ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও তাঁর সরকারের উচ্ছ্বসিত প্রশংসা করেও নিজের এলাকার বহু দাবি জোরালো কণ্ঠে সরকারের কাছে তুলে ধরেন৷ তরুণ গগৈর হাজার কোটি টাকার নির্বাচনী ঘোষণা সহ নানা প্রসঙ্গ উত্থাপন করে কংগ্রেসকে দফায় দফায় দোষারোপ করেন৷
লক্ষীপুরের বিজেপি বিধায়ক কৌশিক বরাক উপত্যকার চা শ্রমিকদের দীর্ঘদিনের একটি দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন৷ বরাক-ব্রহ্মপুত্র মজুরি বৈষম্যের জন্য পূর্বতন কংগ্রেস সরকারকে দায়ী করে তিনি বলেন, এখন ওই বৈষম্য দূর করা একান্ত প্রয়োজন৷
দীর্ঘ বক্তৃতার পুরোটাই তিনি বাংলা ভাষায় তুলে ধরেছেন৷ কৌশিক অবশ্য বিধানসভার অধিবেশনে বাংলাতেই কথা বলেন৷