India & World UpdatesHappeningsBreaking News
ইতিহাসে মোদি, প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেনে
ওয়েটুবরাক, ২৩ আগস্ট: আজ, শুক্রবার ইউক্রনের রাজধানী কিয়েভে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেন আলাদ হওয়ার পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশে গেলেন। এদিন সকালে কিয়েভ-এ পৌঁছানোর পরই সোশ্যাল মিডিয়ায় মোদি লেখেন, ‘‘এখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে দেখা হয়েছে। তাঁরা আমাকে সাদরে অভ্যর্থনা জানিয়েছেন।’’
এদিনই প্রেসিডেন্ট ভি জেলেনস্কির সঙ্গে মোদির বৈঠকের সম্ভাবনা রয়েছে। অনেকেই মনে করছেন, প্রধানমন্ত্রী মোদির ইউক্রেন সফর হয়ত রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে সদর্থক ভূমিকা নিতে পারে। সম্প্রতি মস্কো সফরেও মোদির মুখে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের কথা শোনা গিয়েছিল। সে দেশের প্রেসিডেন্টের অন্যতম উপদেষ্টা মিখাইলো পোদোলিক বলেন, মোদির সফর আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।