Barak UpdatesHappeningsBreaking News
স্বর্ণলক্ষী হাই স্কুলের সামনে ছাত্র প্রহারে জড়িতদের গ্রেফতার দাবি বিডিএফের
ওয়েটুবরাক, ১৮ আগস্টঃ গত ১৫ আগস্ট নরসিংপুর স্বর্ণলক্ষী হাইস্কুলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্কুলগেটের সামনে আলি আহমেদ তাঁর পুরনো সহপাঠী এক মেয়ের সঙ্গে গল্প করছিল। সেই সময় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কিছু দুস্কৃতী ঘটনাস্থলে পৌঁছে ছেলেটির নাম জিজ্ঞেস করে এবং মুসলমান হয়ে হিন্দু মেয়ের সঙ্গে কেন কথা বলছে বলে তাঁকে খুটিতে বেঁধে নৃশংসভাবে প্রহার করে। এরপর তাদের তরফে ছেলেটির বিরুদ্ধে সোনাই থানায় দুটি এজাহার দায়ের করা হয়, যার ভিত্তিতে তাকে বর্তমানে সোনাই থানায় আটক করে রাখা হয়েছে। এই অভিযোগ জানিয়ে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের (বিডিএফ) পক্ষ থেকে অবিলম্বে ছেলেটিকে জামিনে মুক্তি দেবার ও এই কান্ডে জড়িত দুস্কৃতীদের শাস্তির দাবি জানানো হয়। রবিবার ফ্রন্টের এক প্রতিনিধি দল আলি আহমেদের কাজিডহর স্থিত বাড়িতে উপস্থিত গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
ঘটনার বিবরণ দিতে গিয়ে বিডিএফ আহ্বায়ক আইনুল হক মজুমদার বলেন, মেয়েটি পুলিশের কাছে লিখিত বয়ানে জানিয়েছে যে, ছেলেটির সাথে তাঁর বন্ধুত্ব ছাড়া অন্য কোনও সম্পর্ক ছিল না এবং সেদিন তাঁরা স্বাভাবিক গল্প করছিল। এর পর আর এই নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। তিনি বলেন ছেলেটির পরিবার খুবই গরীব, কৃষিকাজ করে কোনও ক্রমে তাঁরা দিন গুজরান করেন। কাজেই মিথ্যা সন্দেহে তাকে এভাবে প্রহার করার ব্যাপারটি দুর্ভাগ্যজনক। তিনি আশাবাদী, মেয়েটির বয়ানের ভিত্তিতে দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে আলি আহমেদকে জামিনে মুক্তি দেওয়া হবে।
এদিনের কর্মসূচিতে অংশ নিয়ে বরাক ডেমোক্রেটিক যুবফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন, একটি মুসলিম ছেলে তার হিন্দু সহপাঠীর সাথে কথা বলবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু একে ইস্যু করে আলি আহমেদকে যেধরনের নৃশংস প্রহার করা হয়েছে তা জেনে তাঁরা হতবাক হয়ে পড়েছেন। তিনি বলেন, কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন যেভাবে এই উপত্যকায় বারবার আইন হাতে তুলে নিচ্ছে, তাঁতে মনে হচ্ছে, উপত্যকায় পুলিশ বা প্রশাসনের কোনও ভুমিকাই নেই, আইন শৃঙ্খলা বলেও কিছু নেই। তিনি বলেন, এটি অবাক হবার মতো ব্যাপার যে, বিনা দোষে ছেলেটিকে থানায় আটক করে রাখা হয়েছে, অথচ যারা আইন হাতে তুলে নিল, তাদের একজনকেও আজ অব্দি গ্রেফতার করা হয়নি।
কল্পার্ণব বলেন, এই ঘটনার সাথে যুক্ত প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় এই নিয়ে আগামীতে তাঁরা প্রতিবাদী কর্মসূচি গ্রহণ করবেন।