India & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশে নতুন করে হিংসা : ১৪ পুলিশকর্মী সহ ৬৬ জনের মৃত্যু
ওয়েটুবরাক, ৪ আগস্ট : শেখ হাসিনা সরকারের অপসারণ চেয়ে ফের রাস্তায় নেমেছে পড়ুয়া এবং যুবসমাজের একাংশ। এর জেরে রবিবার বাংলাদেশে ৬৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৪ জন পুলিশ। বিভিন্ন জেলায় আওয়ামি লিগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। তাতেই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। দেশজুড়ে জারি হয়েছে কার্ফু। পরিস্থিতি সামাল দিতে সোমবার থেকে বাংলাদেশে তিন দিন ছুটি ঘোষণা করেছে হাসিনা সরকার।
বাংলাদেশে নতুন করে হিংসা ছড়ানোয় ভারতীয় নাগরিকদের সতর্ক করছে দিল্লি। বাংলাদেশে ভারতের সহকারী রাষ্ট্রদূতের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “ছাত্র-ছাত্রী সহ সকল ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জরুরি পরিস্থিতিতে যোগাযোগ করার জন্য নম্বরও দেওয়া হয়েছে৷ +88-01313076402।”