NE UpdatesHappenings
আগরতলা স্টেশন থেকে ২৩ বাংলাদেশি গ্রেফতার
আগরতলা, ২৯ জুলাই : অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার করা হলো ২৩ জন বাংলাদেশি নাগরিককে। একইসঙ্গে এই বাংলাদেশিদের অনুপ্রবেশে সহায়তা করার অপরাধে দুজনকে আটক করেছে পুলিশ। এই অনুপ্রবেশকারীদের কাছে কোনওরকমের নথিপত্র ছিল না। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে জিআরপি।
রেলের সূত্রে জানা গেছে, এই বাংলাদেশিরা কাজের জন্য ভারতে এসেছিল। তাদের উদ্দেশ্য ছিল, অসমের গুয়াহাটি হয়ে অন্য রাজ্যে পাড়ি দেবে। এদের সবারই বয়স ১৯ থেকে ৪০ বছরের মধ্যে। এরা বাংলাদেশের রাজসাশীর চাপাইনবাবগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগেও অনুপ্রবেশের অভিযোগে আগরতলা থেকে বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয়েছিল। এর মধ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে ৪ মহিলাকে গ্রেফতার করা হয়। রোহিঙ্গার একটি দলকেও পুলিশ গ্রেফতার করে। উল্লেখ্য, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্তকে অনেক সময় অনুপ্রবেশের জন্য বরাদ্দ করা হচ্ছে।