Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে চাল-কেরোসিন বরাদ্দ
ওয়েটুবরাক, ২২ জুলাই: হাইলাকান্দি জেলায় আগস্ট মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে। জেলাশাসকের অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অন্তোদয় অন্ন যোজনার কার্ডধারীদেরকে ৩৫কেজি করে চাল এবং প্রায়োরিটি হাউস হোল্ড কার্ডধারীদেরকে মাথাপিছু ৫ কেজি করে চাল আগস্ট মাসে বন্টন করা হবে। ৩১জুলাইর মধ্যে রেশন দোকানিদের চাল ওঠাতে এবং আগস্ট মাসের অন্ন সেবা দিনগুলিতে তা বন্টন করতে বলা হয়েছে।
এদিকে, হাইলাকান্দি জেলার খাদ্য গণ বন্টন ও গ্রাহক সুরক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে জেলায় গণ বন্টনের কেরোসিন জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরের জন্য বরাদ্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই তিন মাসের প্রতি মাসে এন এফ এস কার্ড প্রতি ২০০ মিলিটার করে রেশন দোকান মারফত এবং হকার মারফত ৫২ মিলিলিটার করে প্রতি মাসে বন্টন করা হবে।