Barak UpdatesHappeningsBreaking News
বন্যাদুর্গত দুস্থদের মধ্যে রূপমের বস্ত্র বিতরণ
ওয়ে টু বরাক, ১৪ জুলাই : বন্যার পরবর্তী পর্যায়ে দুঃস্থদের মধ্যে রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা রবিবার ভরাখাই চা বাগানে বস্ত্র বিতরণ করল। বহু বছর ধরে রূপম এর সামাজিক বিভাগ বছরে ২-৩ বার করে বস্ত্র বিতরণ করে আসছে। এ দিন এই বস্ত্র বিতরণে নতুন ও পুরনো কাপড় বিতরণ করা হয়। এতে প্রায় পাঁচশ’র অধিক পরিবার উপকৃত হয়।
অন্যান্য বছরের ন্যায় এ বছরও পুজোর আগে রূপম আবার নতুন কাপড় বিতরণ করবে বলে জানিয়েছেন রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল। এই অনুষ্ঠানের শুরুতেই নিখিল পাল বক্তব্যের মাধ্যমে সারা বছর ধরে রূপমের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এই অনুষ্ঠানে রূপমের সদস্য ছাড়াও রূপমের শুভানুধ্যায়ী যারা কাপড় দিয়ে সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ ছাড়া ভরাখাই চা বাগানের স্থানীয় এস এস জি ও জিপি সভাপতি সেইসঙ্গে সক্ষমের সম্পাদক- মিঠুন রায় যেভাবে সহযোগিতা করেছেন এর জন্য তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিখিলবাবু। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ কল্যাণ পাল, সামাজিক বিভাগের উপদেষ্টা শংকর দাস, সম্পাদক কাজল সরকার, প্রচার বিভাগের সম্পাদক দীপক পাল, সদস্য রঞ্জন পাল, শংকরী বিশ্বাস, শর্মিষ্ঠা চৌধুরী, তৃপ্তি দেব, দেবায়ন পাল, অনুপম দে, বিক্রান্ত চক্রবর্তী, বিপ্লব মালাকার, অভিজিৎ দেব, জামিরুল ইসলাম প্রমূখ।