Barak UpdatesHappenings
চতুর্থ প্রতিষ্ঠা দিবস পালন করল বাংলা সাহিত্য সভা
ওয়ে টু বরাক, ১৪ জুলাই : রবিবার বাংলা সাহিত্য সভা অসম এর শিলচর সমিতির আয়োজনে পালিত হল সভার চতুর্থ প্রতিষ্ঠা দিবস। ২০২১ সালের ১৪ জুলাই যাত্রা শুরু হয় বাংলা সাহিত্য সভা অসম এর। ইতিমধ্যে ষোলোটি শাখা অসমের বিভিন্ন জেলায় আত্মপ্রকাশ করেছে। এ দিন এ উপলক্ষে শিলচর মালুগ্রামের জয়কুমার বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী কল্যাণী দাম।
প্রতিষ্ঠা দিবসে বাংলা সাহিত্য সভা অসমের প্রাসঙ্গিকতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন রাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক অসিত চক্রবর্তী। এছাড়াও বক্তব্য রাখেন অনির্বাণ জ্যোতি গুপ্ত ও আমন্ত্রিত অতিথি তথা জয়কুমার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতনু চৌধুরী। তারা তাদের বক্তব্যে বর্তমান সময়ে বাংলা সাহিত্য সভার প্রয়োজনীয়তা ও গুরুত্বের কথা তুলে ধরেন।
জয়দীপ চক্রবর্তীর সঞ্চালনায় এই অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন নিবেদিতা চক্রবর্তী এবং নৃত্য পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পী মৌসুমী অধিকারী। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন মিঠুন রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা সাহিত্য সভা অসম শিলচর শাখার সক্রিয় সদস্য পার্থ দাস, প্রিয়তনু গোস্বামী প্রমুখ।