India & World UpdatesHappeningsBreaking News
সুপ্রিম কোর্টে মঞ্জুর কেজরিওয়ালের জামিন
ওয়েটুবরাক, ১২ জুলাই : সুপ্রিম কোর্ট শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন মঞ্জুর করেছে। বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, তার গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে কেজরিওয়াল কিছু প্রশ্ন তুলেছেন। সেটা শীর্ষ আদালতের বড় বেঞ্চের বিবেচনা করা দরকার।
শীর্ষ আদালতে কেজরিওয়াল জানিয়েছেন, বাইরের প্রভাবে তাকে লোকসভা ভোটের আগে গ্রেফতার করা হয়েছিল। ২১শে মার্চ গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। এদিকে ইডির মামলায় জামিন পাওয়ারর পরেও সিবিআইর মামলায় তিনি এখনও জেলে রয়েছেন।
আদালতের পর্যবেক্ষণ, কেজরিওয়াল একজন নির্বাচিত প্রতিনিধি। সেক্ষেত্রে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব চালিয়ে যাবেন কি না সেটা তাঁর ব্যাপার। কোনও নির্বাচিত প্রতিনিধিকে দায়িত্ব থেকে সরে আসার ব্যাপারে, ইস্তফা দেওয়ার ব্যাপারে আদালত বলতে পারে কি না তা নিয়ে আমরা সন্দিহান। আমরা গোটা বিষয়টি অরবিন্দ কেজরিওয়ালের উপর ছেড়ে দিয়েছি।