India & World UpdatesHappeningsBreaking News
আয়ুষ্মান ভারত প্রকল্পে বিমার কভারেজ দ্বিগুণ হতে পারে!
ওয়েটুবরাক, ১০ জুলাই : আয়ুষ্মান ভারত স্কিমের বিমার পরিমাণ বৃদ্ধির কথা বিবেচনা করা হচ্ছে৷ কেন্দ্রীয় সরকার এবারের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেটে বিমার কভারেজ বাড়িয়ে ১০ লক্ষ টাকা করতে পারে। আগামী তিন বছরে আয়ুষ্মান ভারত স্কিমে সুবিধাভোগীদের সংখ্যাও দ্বিগুণ করার কথা বিবেচনা করা হচ্ছে।
কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত স্কিমে কভারেজ দ্বিগুণ এবং বিমার পরিমাণ দ্বিগুণ করলে রাজকোষ থেকে বার্ষিক ১২০৭৬ কোটি টাকার অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন হবে৷ এ নিয়ে সরকারি পর্যায়ো আলোচনা চলছে। আলোচনা যদি বাস্তবায়িত হয়, তাহলে দেশের দুই-তৃতীয়াংশের বেশি জনসংখ্যা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিমার আওতায় চলে আসবেন। এছাড়াও, বিমার কভারেজ পাঁচ লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা করলে চিকিৎসার জন্য ঋণগ্রস্ত হওয়া পরিবারগুলি অনেকটাই স্বস্তি পাবে।