NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটিতে জলে ভেসে যাওয়া নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার
গুয়াহাটি, ৭ জুলাই : অবশেষে গুয়াহাটিতে বন্যার জলে পড়ে নিখোঁজ হওয়া শিশুর মৃতদেহ উদ্ধার হলো। রবিবার সকালে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে (জিএমসিএইচ) তাদের ছেলের দেহের পরিচয় নিশ্চিত করেছেন অবিনাশ সরকারের বাবা-মা। শুক্রবার বামুনিমইদামের রাস্তার পাশের একটি নালা থেকে বন্যার জলে ভেসে যায় অবিনাশ। তাঁকে খুঁজে বের করতে গত দুদিন ধরে উদ্ধারকারী দলকে মাঠে নামানো হয়েছিল। অনেক অনুসন্ধানের পর উদ্ধারকারী দল গুয়াহাটির রাজগড় এলাকা থেকে একটি নাবালকের মৃতদেহ উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া মৃতদেহটি গুয়াহাটি মেডিক্যাল কলেজে গিয়ে অবিনাশের বলে শনাক্ত করেন তার মা ও বাবা।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা শনিবার নিখোঁজ শিশুর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা প্রকাশ করেন এবং তল্লাশি অভিযানের তদারকি করেন। তিনি বন্যার ফলে সৃষ্ট চ্যালেঞ্জিং পরিস্থিতি সত্ত্বেও অবিনাশকে খুঁজে বের করার জন্য সরকারের দৃঢ় প্রতিশ্রুতি সম্পর্কে পরিবারকে আশ্বস্ত করেন।
এর আগে গত ৬ জুলাই অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ৮ বছর বয়সি অবিনাশ সরকার বন্যার জলে ভেসে যাওয়ার মর্মান্তিক ঘটনার পরে “সর্বোচ্চ অবিচার” বলে নিন্দা করেছিলেন। তিনি গুয়াহাটির পরিস্থিতির সমালোচনা করে এটিকে “সরকার-ঠিকাদারের জোট দ্বারা প্ররোচিত, ফাঁপা এবং ধ্বংসপ্রাপ্ত” একটি শহর হিসাবে বর্ণনা করেছেন, যেখানে সাধারণ জীবন প্রায় সময়ই “লোভ এবং অর্থের কামনার” থেকে গৌণ।