NE UpdatesAnalyticsBreaking News
রেকর্ড সংখ্যক পর্যটকের আগমনে ৫০ লক্ষের বেশি রাজস্ব সংগ্রহ পবিতরায়
গুয়াহাটি, ১১ জুন : সদ্যসমাপ্ত ২০২৩-২৪ পর্যটন বর্ষে ২৯,২২২ জন পর্যটকের আগমন ঘটে পবিতরা অভয়ারণ্যে। বিপরীতে বিদেশি পর্যটক ছিলেন ৫৪১ জন। এই বর্ষে অভয়ারণ্য কর্তৃপক্ষ মোট রাজস্ব সংগ্রহ করে ৫৪ লক্ষ ১৭ হাজার ৮৫০ টাকা। অভয়ারণ্যের বনাঞ্চল আধিকারিক নয়নজ্যোতি দাস জানান, এই রাজস্বের পরিমাণ ও পর্যটকের সংখ্যা বিগত বছরগুলোর তুলনায় বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, অসমের অন্য অভয়ারণ্যের তুলনায় পবিতরা গুয়াহাটি থেকে খুব বেশি দূরে নয়। সে কারণে বিগত বছরে রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটেছিল। গুয়াহাটি থেকে মাত্র এক ঘণ্টার পথ অতিক্রম করলেই পবিতরা অভয়ারণ্যের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। এক শৃঙ্গ গণ্ডারের পাশাপাশি অভয়ারণ্যের তামুলিডুয়ার আর্দ্র জলাশয়ে আসা হাজার হাজার পাখি পর্যটকদের মন কেড়ে নিতে সক্ষম হয়। এছাড়া মায়ং-সমতা রাস্তায় রয়েছে বেশ কয়েকটি ভিউ পয়েন্ট। যে কোনও আবহাওয়ায় পবিতরায় রয়েছে পর্যটনের সুবিধা। নিরাপত্তার ক্ষেত্রে পবিতরার চারদিকে থাকা প্রায় ৩৩টি গ্রামের বাসিন্দারাই অতন্দ্র প্রহরী হিসেবে পরিষেবা দিয়ে যাচ্ছেন।