Barak UpdatesHappeningsBreaking News

কুয়োয় নেমে অক্সিজেনের অভাবে তিনজনের মৃত্যু

ওয়েটুবরাক, ২০ মে : কুয়োয় নেমে অক্সিজেনের অভাবে তিনজনের মৃত্যু হয়৷ তাদের মধ্যে রয়েছেন দুই সহোদর এবং এক প্রতিবেশী৷ এই ঘটনায় কাছাড় জেলার ফুলেরতল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

বাড়ির পাকা কুয়োর জলে দুর্গন্ধের কারণ খুঁজে দেখা যায়, মুরগি পড়ে মরে রয়েছে৷ নীচে নেমে মনোজিৎ দেব ও প্রসেনজিৎ দেব দুই ভাই মিলে রবিবার দুপুরে মৃত মুরগি তুলে আনে৷ রাত ৮টা নাগাদ তাঁরা আবার যান কুয়োর জল পরীক্ষা করতে৷ দেখা যায়, একটি টিনের টুকরো পড়ে ভাসছে৷ সেটি তুলে আনতে মনোজিৎ প্রথমে কুয়োয় নামে৷ তাঁর উঠে আসতে দেরি দেখে দাদা প্রসেনজিৎও নীচে নামেন৷ সঙ্গে দাঁড়িয়ে ছিল প্রতিবেশী যুবক অমিত সেন৷ দুই ভাই কেন আসছে না, তা দেখতে তিনিও কুয়োতে নামেন৷ টের পান, শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে৷ চিৎকার জুড়লে আশেপাশের মানুষ জড়ো হন৷ একে একে নামার চেষ্টা করেন অমিতের পিতা, প্রসেনজিৎদের আর এক ভাই শংকর৷ একবার সাহস করেন এলাকার পুর প্রতিনিধি অমিত দাসও৷ কিন্তু কেউ পারেননি৷ শ্বাসকষ্টে উঠে আসেন দ্রুত৷ খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ছুটে যায়। আসে এইচডি আরএফও৷ তারাই অক্সিজেন নিয়ে নীচে নেমে তিনজনকে উপরে তুলে আনেন। কিন্তু মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।
শংকর জানান, দেড় দশক ধরে এই কুয়ো তাদের বাড়িতে ৷ দুই মাস পর পর নিয়মিত তারা এইভাবে নেমেই সাফ-সুতরো করেন৷ কখনও কোন সমস্যা হয়নি ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker