NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
পাহাড় লাইনে শুধু দিনের আলোয় চালানো হবে ট্রেনের কনভয়
ওয়েটুবরাক, ৪ মে : অসমের ডিমা হাসাও জেলায় বৃষ্টিতে বারবার পাহাড় ধসে রেললাইনের ওপর পড়ার প্রেক্ষিতে রাতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে৷ আপাতত শুধুই ভোর ৫টা থেকে সকাল ৯টা এবং বিকাল তিনটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ট্রেনের কনভয় চালানো হবে৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিঙ ডিআরএম প্রেমরঞ্জন কুমার এ কথা জানান৷ তিনি বলেন, এই সময়ে মালগাড়ি চালানো হবে না৷ সব ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকে রাতে মালগাড়ি চালানো হবে৷ ডিআরএম জানান, বড়াইল পাহাড়ের ৮ জায়গায় ওয়াচ টাউয়ার বসানো হয়েছে৷ কর্মীরা সেখান থেকে রেলট্র্যাকের দিকে খেয়াল রাখবেন৷ কনভয় পাহাড়ে ঢোকার আগে দুইজন করে রেলকর্মী পুরো ট্র্যাক পরীক্ষা করবেন৷ তাঁর কথায়, ট্রেন চালানো এবং যাত্রী সুরক্ষা দুইদিকেই গুরুত্ব দিচ্ছেন তাঁরা৷ প্রসঙ্গত, অসমের বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম ও মণিপুর রেললাইনে একমাত্র এই পাহাড়ি পথেই বাইরের সঙ্গে যোগাযোগ রাখে৷