Barak UpdatesHappeningsBreaking News
মাধ্যমিকের প্রথম দিনেই প্রশ্নপত্র ফাঁস কাছাড়ে
ওয়ে টু বরাক, ১৬ ফেব্রুয়ারি ঃ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আধ ঘণ্টার মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর সামনে এসেছে। কাছাড় জেলার বাঁশকান্দি নেনা মিয়া স্কুলের পরীক্ষা কেন্দ্রে ঘটেছে এই ঘটনাটি। প্রথম দিন ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অনেকের মোবাইলে ভাইরাল হয়ে যায় প্রশ্নপত্র। বাঁশকান্দি নেনা মিয়া স্কুল এর আগেও সংবাদ শিরোনামে উঠে এসেছিল। ফলে এ দিন স্বাভাবিকভাবেই কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়। কিন্তু এতসব কিছুর পরও প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কর্তাদের।
এই কেন্দ্রে থাকা এক শিক্ষকের দিকে অভিযোগের আঙুল উঠেছে। তবে পুলিশের তদন্তেই আসল রহস্য সামনে বেরিয়ে আসবে। অন্যদিকে, এ দিন পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদেরও কেন্দ্রে ঢোকার আগে তল্লাশি চালানো হয়। জানা গেছে, এই তল্লাশির সময়ও অনেকের কাছ থেকে নকল উদ্ধার হয়েছে। এ দিন সকালে পরীক্ষা শুরুর আগে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরিদর্শন করে আসেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা। নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁকফোকর রয়েছে কি না, তা খতিয়ে দেখেন তিনি।