NE UpdatesHappeningsBreaking News

আগরতলায় রামঠাকুরের আবির্ভাব মহোৎসব

ওয়েটুবরাক, ৩ ফেব্রুয়ারি : শ্রীশ্রীরামঠাকুরের ১৬৪ তম আবির্ভাব দিবস উপলক্ষে আগরতলা শিশু উদ্যানে দুইদিন ব্যাপী নানা কার্যসূচিতে মহোৎসব পালিত হয়৷ ২ ফেব্রুয়ারি সকালে নাম সংকীর্তন, রক্তদান, নিঃশুল্ক চিকিৎসা সেবা, মহাপ্রসাদ বিতরণ এবং রাতে সত্যনারায়ণ সেবার মধ্য দিয়ে মূল উৎসবের দিনটি পালন করা হয়৷ এর আগের দিনে, ১ ফেব্রুয়ারি বেলা দুইটা থেকে ছিল গঙ্গা আহ্বান৷ সন্ধ্যা পাঁচটা থেকে চলে নাম সংকীর্তন ও সত্যনারায়ণ সেবা৷ এই মহোৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডিঙ্গামানিক স্থিত শ্রীশ্রী সত্যনারায়ণ সেবামন্দিরের যুবরাজ সুভাষ চক্রবর্তী৷
শ্রীশ্রীরামঠাকুর সেবামন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক প্রাণগোপাল সাহা ও যুগ্ম সম্পাদক মধুগোপাল বিশ্বাস জানান, ত্রিপুরা রাজ্যের সমস্ত রামঠাকুর সেবা মন্দির, মঠ, মন্দির ও আশ্রমের সমস্ত গুরুভ্রাতা ও গুরুভগ্নী সহ জাতি , ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের ভক্তপ্রাণ নাগরিক সার্বিক সহযোগিতায় এগিয়ে আসেন৷ আগরতলা পুর নিগম, আরক্ষা দপ্তর , বিদ্যুৎ দপ্তর , অগ্নি নির্বাপক দপ্তর, স্বাস্থ্য দপ্তর, আইএলএস হাসপাতাল এবং সমস্ত বৈদ্যুতিন ও প্রচার মাধ্যম সহ বিভিন্ন দপ্তর আন্তরিক সহযোগিতা করে৷ সংশ্লিষ্ট সবাইকে তাঁরা ধন্যবাদ জানান, কৃতজ্ঞতা প্রকাশ করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker