Barak Updates
ক্রীড়া সাংবাদিকদের রাজ্য সংগঠনে সহ সভাপতি শিলচরের দ্বিজেন্দ্রলাল
ওয়েটুবরাক, ২৯ জানুয়ারি : রবিবার আসাম স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আসজা) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। গুয়াহাটিতে আয়োজিত সভায় সম্পাদকীয় প্রতিবেদন, আর্থিক হিসেব নিকেশ পেশের পর আগামী তিন বছরের জন্য নতুন পরিচালন সমিতি গঠন করা হয়। নতুন সভাপতি ও কার্যকরী সভাপতি হলেন বিদ্যুৎ কলিতা ও সুশিম ঘোষ। সচিব পদে বহাল থাকলেন মোহম্মদ ইমতিয়াজ আহমেদ।কোষাধ্যক্ষ পার্থ চক্রবর্তী । আসজার নতুন পরিচালন সমিতিতে এলেন বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার প্রাক্তন সচিব দ্বিজেন্দ্রলাল দাস। সহ সভাপতি হয়েছেন তিনি। বরাকের প্রথম ক্রীড়া সাংবাদিক হিসেবে আসজার পরিচালন সমিতিতে এলেন দ্বিজেন্দ্রলাল।
বিদায়ী সভাপতি সুবোধমল্ল বরুয়ার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভার শুরুতেই সচিব ইমতিয়াজ আহমেদ গত বার্ষিক সভার গৃহীত সিদ্ধান্ত ও সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন। একইভাবে ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত অডিটেড ফাইনান্সিয়াল রিপোর্ট পেশ করা হয়।
নতুন পরিচালন সমিতি গঠনের প্রক্রিয়ায় ইলেকশন অফিসার হিসেবে ছিলেন সঞ্জীবকুমার ফুকন ও শান্তনুকুমার দাস। তাঁদের সহযোগিতা করেন সুবোধমল্ল বরুয়া । এছাড়াও মঞ্চে ছিলেন দুই উপদেষ্টা পবিত্র গগৈ ও বলেন্দ্রমোহন চক্রবর্তী । আসজার সংবিধান অনুযায়ী ২৫ সদস্য বিশিষ্ট পরিচালন সমিতি গঠন করা হয়। প্রত্যেকে সর্বসম্মতিভাবে নির্বাচিত হন।
নতুন পরিচলন সমিতিতে দ্বিজেন্দ্রলাল দাস ছাড়াও সহ সভাপতি মনোনীত হয়েছে রাজকুমার শর্মা, মৃণাল বরা, মৃদুমলয় লুকুরাখন, সৌরভ কুমার বরা ও কুলপ্রদীপ ভাগবতী৷ যুগ্ম সচিবরা হলেন তৌহিদ আলী তালুকদার, ধীরেন শর্মা ও কৌশভ বরুয়া । সহকারী সচিব পদে মনোনীত হয়েছেন সমরেন্দ্র শর্মা, ভুপিন্দর সিং ও প্রার্থনা হাজরিকা।
কার্যবাহী সদস্যরা হলেন পবন কুমার ঝা মুরলি, হিরকজ্যোতি মালাকার, প্রদীপ নাথ, দিগন্ত সাহরিয়া, সুমন দত্ত, বিদ্যুৎ বিকাশ বৈশ্য, জিন্টু বরঠাকুর, সুকুমার মেধি ও আজাদ গগৈ।
সভার প্রস্তাব অনুযায়ী আসজার নতুন পরিচালন সমিতির চেয়ারম্যান হলেন সুবোধমল্ল বরুয়া।