Barak UpdatesHappeningsBreaking News
জারইলতলা বটলিং প্লান্টেও কাজ করছেন না গাড়িচালক-শ্রমিকরা
ওয়েটুবরাক, ৫ জানুয়ারি : পরিবহন শ্রমিকদের জন্য কেন্দ্রের দমনমূলক আইনের প্রস্তাবের বিরুদ্ধে নর্থ ইস্ট পেট্রোলিয়াম মজদুর ইউনিয়নের ডাকা আন্দোলনে সমর্থন জানিয়ে এলপিজি গ্যাস সিলিন্ডার লোডিং-আনলোডিঙে যুক্ত কাছাড়ের জারইলতলা বটলিং প্লান্টের ট্রাক ড্রাইভার ও শ্রমিকরা ৫ জানুয়ারি সকাল ৫টা থেকে ৭ জানুয়ারি সকাল ৫টা অব্দি কাজ বয়কট করার ঘোষণা দিয়েছেন। প্লান্টের অসম মজুরি শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত পেট্রোলিয়াম ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিটের সদস্যরা গত ৪ জানুয়ারি চিঠি দিয়ে শিলচরের ইন্ডেন বটলিং প্লান্টের মুখ্য প্লান্ট ম্যানেজারকে জানিয়ে দেন।
রাজ্য জুড়ে পরিবহন শ্রমিকদের বয়কটে সাড়া দিয়ে ৫ জানুয়ারি প্লান্টের ট্রাক নচালকদের কাজে যোগ দিতে দেখা যায়নি। অসম মজুরি শ্রমিক ইউনিয়নের জারইলতলা বটলিং প্লান্ট ইউনিটের সম্পাদক তাপস সূত্রধর জানান, যতক্ষণ অব্দি কেন্দ্র পরিবহন শ্রমিকদের জন্য আনা দমনমূলক আইনের প্রস্তাব ফিরিয়ে নেবে না, তাদের আন্দোলন জারি থাকবে। পরিবহন ক্ষেত্রের শ্রমিকরা বহুবিধ বঞ্চনার শিকার হন। তাদের সামাজিক সুরক্ষা নেই, রয়েছে কাজের ক্ষেত্রে জীবনের নিরাপত্তার অভাবও। এমন অবস্থায় দুর্ঘটনার মতো পরিস্থিতিতে শ্রমিকদের উপর যদি ফৌজদারি দমনমূলক আইনের খাঁড়া ঝুলিয়ে দেওয়া হয়, তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।
উল্লেখ্য, অতিসম্প্রতি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মোটর ভেহিকল্ অ্যাক্টের পরিবর্তন হতে চলছে, যা ড্রাইভারদেরকে অত্যন্ত কঠোর নিয়মাবলীর মধ্য দিয়ে গাড়ি চালাতে বাধ্য করা হচ্ছে। কোনও চালকের গাড়ি চালানোর সময় যদি দুর্ঘটনা ঘটে ও পরবর্তীতে ‘হিট অ্যান্ড রান’-এর আওতায় পড়লে তাকে ৭ থেকে ১০ লক্ষ টাকা জরিমানা দেওয়া ও ১০ বছরের জন্য জেলহাজতে থাকতে হবে। তা’ ড্রাইভাররা বলছেন, কোনো অ্যাক্সিডেন্ট জেনে-বুঝে হয় না, তারজন্য এমন শাস্তি কখনও মেনে নেওয়া যায় না। এই পরিপ্রেক্ষিতে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে ড্রাইভাররা তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন।
এনটিইউআই অনুমোদিত অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মৃণাল কান্তি সোম জানান, পরিবহণ শ্রমিকদের ছাড়া পুঁজির বাজারে মুনাফা ও সঞ্চয় মুখ থুবড়ে পড়তে বাধ্য। অথচ এই শ্রমিকরা মজুরি, সামাজিক সুরক্ষা সহ বিভিন্নভাবে বঞ্চিত হয়ে আসছেন এবং এই ধারায় নতুনভাবে সংযোজিত হয়েছে ‘হিট অ্যান্ড রান’-এর জন্য কঠিন শাস্তি ও জরিমানা। দেশব্যাপী পরিবহণ শ্রমিকদের বিক্ষোভ ও আসামে দুই দিনের চাকা বনধ সহ পেট্রোলিয়াম শ্রমিকদের আন্দোলনের প্রতি ইউনিয়ন পূর্ণ সমর্থন জানিয়ে এই আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানায়।