NE UpdatesHappeningsBreaking News
লোকসভা ভোট : ৪ দিনে কংগ্রেসের ৩৫ জনের আবেদনপত্র সংগ্রহ
গুয়াহাটি, ১৪ ডিসেম্বর ঃ লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে শাসক ও বিরোধী দলের মধ্যে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এর থেকে পিছিয়ে নেই অসম প্রদেশ কংগ্রেস কমিটিও। কংগ্রেসের গুয়াহাটির মুখ্য কার্যালয় রাজীব ভবনে ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা। সোমবার থেকে শুরু হওয়া টিকিটের আবেদন চাওয়ার প্রক্রিয়ার চতুর্থ দিনে বেশ কয়েকজন প্রত্যাশী আবেদনপত্র নিয়েছেন।
বৃহস্পতিবার মোট ৫ জন প্রত্যাশী রাজীব ভবন থেকে আবেদনপত্র সংগ্রহ করেছেন বলে জানা যায়। এই ৫ জন হলেন, বরপেটা লোকসভা কেন্দ্রের জন্য রীতা ডেকা, ধুবড়ির জন্য আব্দুল হামিদ, করিমগঞ্জের জন্য আহানুদ্দিন তালুকদার, গুয়াহাটির জন্য নৃপেন ঠাকুরিয়া ও ডিফুর জন্য জয়রাম ইংলেঙ। অন্যদিকে, ২ জন আবেদনকারী এ দিন ১ লক্ষ টাকা সহ আবেদনপত্র জমা দিয়েছেন। এই দুজন হলেন বরপেটার জন্য প্রাণজিত দাস ও ধুবড়ির জন্য ওয়াজেদ আলি চৌধুরী।
ইতিমধ্যেই চাবুয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক রাজু সাহু ডিব্রুগড় লোকসভা কেন্দ্রের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন। তিনি আবেদনপত্রের সঙ্গে এক লক্ষ টাকার ডিমান্ড ড্রাফট জমা করেন। ধুবড়ি লোকসভা কেন্দ্রের জন্য আবেদনপত্র নিয়েছেন মানকাচর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডাঃ মতিউর রহমান মণ্ডল। গুয়াহাটি লোকসভা কেন্দ্রের জন্য আবেদনপত্র নিয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ দ্বিজেন শর্মা। এছাড়া করিমগঞ্জের জন্য সলমান উদ্দিন চৌধুরী ও ধুবড়ির জন্য আবু তাহের আলি ব্যাপারিও ১ লক্ষ টাকা সহ আবেদনপত্র জমা দিয়েছেন।
এ পর্যন্ত ৩৫ জন টিকিট প্রত্যাশী লোকসভা নির্বাচনের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ৫ জন তাঁদের আবেদনপত্র জমা দিয়েছেন। তবে হাই প্রফাইল নেতাদের মধ্যে অন্যতম কংগ্রেসের গৌরব গগৈ, প্রদ্যোত বরদলৈ বা আব্দুল খালেক কেউ-ই আবেদনপত্র সংগ্রহ করেননি। শিলচরের জন্য সৌম্যকান্তি পুরকায়স্থ আবেদনপত্র সংগ্রহ করেছেন। তবে তিনিও তা জমা করেননি।