India & World UpdatesHappeningsBreaking News
সাংসদ পদ খোয়ালেন মহুয়া মৈত্র
ওয়েটুবরাক, ৮ ডিসেম্বর : লোকসভার এথিক্স কমিটির রিপোর্টের জেরে সাংসদপদ খুইয়েছেন মহুয়া মৈত্র। রিপোর্টটি শুক্রবারই লোকসভায় জমা পড়ে। তার পরে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে ধ্বনিভোটে খারিজ হয়ে যায় মহুয়ায় সাংসদপদ। ‘ইন্ডিয়া’ ব্লকের সাংসদরা রিপোর্টটি ভাল করে পড়ে দেখার জন্য সময় চেয়েছিলেন। তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ৪৮ ঘণ্টা সময় চেয়েছিলেন। কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরী অন্তত দু’-তিন দিন সময় চেয়েছিলেন চারশো পাতারও বেশি রিপোর্টটিকে পড়ে দেখতে। কিন্তু অধীরের অভিযোগ, রিপোর্ট জমা পড়ার দু’ঘণ্টার মধ্যে তা নিয়ে আলোচনার ডাক দেওয়া হয়েছে।
মহুয়ার সাংসদপদ খারিজ হওয়ার সম্ভাবনা যে প্রবল, তা আঁচ করতে যাচ্ছিল গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ থেকেই। শুক্রবার বেলা গড়াতেই সিদ্ধান্ত ঘোষণা হয়ে যায়৷ তার পরেই পক্ষে-বিপক্ষে তুমুল আলোচনা শুরু হয়৷
এক দিকে যেমন এথিক্স কমিটির সুপারিশের বিরোধিতার সুর শোনা যায়। তেমনই মহুয়া জাতীয় নিরাপত্তার সঙ্গে ‘ছেলেখেলা’ করেছেন, এই মতও শোনা যেতে থাকে অল্পবিস্তর। কেউ বলেন, বিজেপি সরকার আদানির অনিয়ম নিয়ে সংসদে ‘কোণঠাসা’ হওয়ার ‘ভয়ে’ মহুয়াকে অন্যায় ভাবে লোকসভা থেকে তাড়াল৷ তার প্রত্যুত্তর এসেছে, মহুয়া যে ভাবে সংসদের ‘লগইন আইডি’ বিলিয়ে দিয়েছিলেন, তাতে দেশের গরিমা ভূলুন্ঠিত হয়েছে। জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোস মেনে নেওয়া যায় না। তার শাস্তি মহুয়া পেয়েছেন।