NE UpdatesHappeningsBreaking News
মণিপুরে বুধবার পর্যন্ত বাড়ল ইন্টারনেটে নিষেধাজ্ঞার মেয়াদ
ওয়েটুবরাক, ৬ নভেম্বরঃ মণিপুরে ইন্টারনেট পরিষেবা আরও তিনদিন বন্ধ থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পুরনো বিজ্ঞপ্তিতে রবিবার পর্যন্ত নিষেধাজ্ঞার উল্লেখ ছিল। এর মেয়াদ ফুরনোর আগেই স্বরাষ্ট্র কমিশনার টি রঞ্জিত সিংহ বলেন, এখনও ইন্টারনেটের সুবিধা পেলে দুষ্টচক্র এবং সমাজবিরোধীরা হিংসার আগুনে ঘি ঢালার চেষ্টা করবে। বিভিন্ন ধরনের ছবি, ভিডিয়ো পোস্ট করে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে। তবে ইন্টারনেটে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেও, স্বরাষ্ট্র কমিশনার জানান, হিংসাপীড়িত নয়, এমন এলাকায় ধীরে ধীরে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। পরীক্ষামূলক এই আংশিক সেবা সফল হলে ধীরে ধীরে এর এলাকা সম্প্রসারিত হবে।
কয়েকদিন ধরে মায়ানমার সীমান্ত এলাকায় উত্তপ্ত পরিবেশ। নিরাপত্তা রক্ষীরা যেমন অধিক ততপর হয়েছেন, তেমনি এলাকাবাসী বাড়াবাড়ির অভিযোগ এনে আন্দোলনমুখর হয়েছেন। রবিবারও বিভিন্ন সংগঠনের ব্যানারে কুকি-জো গ্রামবাসীরা মিছিল করে পুলিশি নির্যাতন বন্ধের দাবি জানান। তাদের কথায়, মহকুমা পুলিশ অফিসারের হত্যাকারীদের খুঁজে বার করার নামে সাধারণ মানুষকে প্রচণ্ড হেনস্তা করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, এ পর্যন্ত মোরে থেকে সাত জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এরা ইউনাইটেড কুকি লিবারেশন ফ্রন্টের ক্যাডার। তাদের মধ্যে একজন মায়ানমারের বাসিন্দা। তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র-গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছে।