India & World UpdatesHappeningsSportsBreaking News
নজির ! অষ্টমবার ব্যালন ডি’অঁর জিতলেন মেসি
ওয়েটুবরাক, ৩১ অক্টোবর : অষ্টমবার ব্যালন ডি’অঁর জিতলেন লিওনেল মেসি। আর্লিং হালান্ডকে পিছনে ফেলে দিয়ে সোনালি বল দখল করলেন। বিশ্বকাপ জয়ের পর প্রথমবার এই খেতাব উঠল আর্জেন্টিনার মহাতারকার হাতে। মঞ্চে দাঁড়িয়েই মেসি জানালেন, “এই ট্রফি কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে উৎসর্গ করলাম।”
২০২২ সালে এই পুরস্কার জিতেছিলেন করিম বেঞ্জেমা। ২০২১ সালে শেষবার ব্যালন ডি’অর পেয়েছিলেন মেসি। এ বার বর্ষসেরা হওয়ার দৌড় থেকে প্রথমেই ছিটকে গিয়েছিলেন মেসির প্রবলতম প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে ফুটবলপ্রেমীদের অনেকেই নিশ্চিত ছিলেন, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির হাতেই উঠবে সোনালি বল। সোমবার তাঁদের আশাই পূরণ হল প্যারিসে। সকলকে পিছনে ফেলে অষ্টমবার ব্যালন ডি’অর জিতে নিলেন মেসি। দ্বিতীয় স্থানে রয়েছেন নরওয়ের তরুণ তারকা আর্লিং হালান্ড। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপে ও কেভিন ডি’ব্রুইন।