India & World UpdatesHappeningsSportsBreaking News
মহাষ্টমীতে মহাজয়ী ভারত
ওয়েটুবরাক, ২৩ অক্টোবর : অপরাজিত দুই দল মুখোমুখি। অবশেষে স্বস্তি। ২০০৩ সালের পর এ বারই প্রথম আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডকে হারাল ভারত। ধরমশালায় ৪ উইকেটের জয়ে অপরাজিত ভারত পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করল। তবে আক্ষেপের কথা, অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হল বিরাট কোহলির। শচীনকে ছুঁয়ে ফেলতে পারতেন। ৯৫ রানে ফেরেন বিরাট৷ ৪৬ রানে ফেরেন রোহিত।
বিশ্বকাপে এ বার শুভমন গিল গড়লেন এক নয়া রেকর্ড। ভারতের হয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ২ হাজার রান করা ক্রিকেটার এখন শুভমন। কেরিয়ারের ৩৮তম একদিনের ম্যাচে এই রেকর্ড গড়লেন গিল। কিউয়িদের বিরুদ্ধে ম্যাচের আগে এই রেকর্ডের জন্য গিলের প্রয়োজন ছিল ১২ রান। সপ্তম ওভারে বোল্টের বলে চার মেরে ২ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছেন গিল।
নির্ধারিত ৫০ ওভারে ২৭৩ রান তুলে অলআউট হয় নিউজিল্যান্ড। ৫ উইকেট নিলেন মহম্মদ সামি। ভারতের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় অনিল কুম্বলেকে টপকালেন মহম্মদ সামি। মাত্র ৫ রান করে মাঠ ছাড়তে বাধ্য হলেন কিউয়িদের ভারপ্রাপ্ত অধিনায়ক ল্যাথাম।