India & World UpdatesBreaking News

‘আমাদের কাছেই ফিরে এসো’ অভিনন্দন
‘Come back to us’ Abhinandan

৬ মার্চ : সত্যিই গোটা দেশ অভিনন্দন জ্বরে কাবু। কোনও সংস্থা বীর উইং কমান্ডারকে সম্মান জানাতে তৈরি তো কোনও পরিবারে নবজাতকের নামই রাখা হচ্ছে অভিনন্দন। কোনও শিল্পী পরম যত্নে শাড়িতে ফুটিয়ে তুলেছেন শিল্পকর্ম, সেখানেও মাথা তুলে দাড়িয়েছেন বায়ুসেনার এই অফিসার। এই ধারায় এ বার নবতম সংযোজন উইং কমান্ডারকে নিয়ে কার্টুন। দেশের বিখ্যাত বিপণন সংস্থা আমূল তাদের বিজ্ঞাপনে নিয়ে এসেছে ভারতীয় উইং কমান্ডারকে। আমুল বাটারের সেই ছোট্ট মেয়েটির সঙ্গে রয়েছেন অভিনন্দন।

ঘড়িতে তখন রাত ৯.২০। ওয়াগা-আটারি সীমান্তের জিরো লাইনে পাক সেনার সঙ্গে এসে পৌঁছলেন অভিনন্দন। পরনে সাদা শার্ট, নীল ব্লেজার, আর ফর্মাল ট্রাউজারস। দেশের মাটিতে পা রাখা মাত্রই গোটা দেশ জুড়ে সকলে তাঁকে অভিনন্দন জানাতে শুরু করেন। আমূল সংস্থাও তাঁর প্রত্যাবর্তনকে এবং গোটা দেশবাসীর মনের ভাবকে স্মরণীয় করে রাখতে তাদের তৈরি কার্টুন প্রকাশ করে। যার ট্যাগ লাইন, ‘আ ভি যাও হামারে পাস’ (আমাদের কাছে ফিরেই এসো)। আমূল কন্যার হাতে বরণ ডালা, অভিনন্দনের কমান্ডিং অফিসার তাঁকে খাইয়ে দিচ্ছেন আমূল স্ন্যাক।

আমাদের কাছেই ফিরে এসো। হ্যাঁ, তিনি ভারত মায়ের কোলেই ফিরে এসেছেন মাথা উঁচু করে। গোটা দেশ আজ তাঁকে নিয়ে গর্বিত। খুব চটজলদি সেই কার্টুন টুইটার ও ইনস্টাগ্রামের মাধ্যমে ভাইরাল হতে শুরু করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker