Barak UpdatesHappeningsBreaking News

বরাকের পর্যটন সম্ভাবনা নিয়ে উইমেনস কলেজে বক্তৃতানুষ্ঠান

ওয়েটুবরাক, ৪ অক্টোবর : উইমেন্স কলেজ শিলচরের যুবা ট্যুরিজম ক্লাবের আয়োজনে বরাক উপত্যকায় পর্যটনের সমস্যা ও সম্ভাবনা নামক একটি আমন্ত্রিত বক্তৃতা সভা অনুষ্ঠিত হয় শনিবার। কলেজের ভগিনী নিবেদিতা সভাগৃহে ২৭ সেপ্টেম্বর তারিখে পালিত বিশ্ব পর্যটন দিবস উদযাপনের অঙ্গ হিসাবে শনিবারের এই বক্তৃতা সভায় মুখ্য বক্তা ছিলেন দ্য আসাম ট্রিবিউন পত্রিকার তরুণ সাংবাদিক ড. অরিন্দম গুপ্ত।

অনুষ্ঠানের শুরুতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. দেবশ্রী দত্ত তাঁর বক্তব্যে বিশ্ব পর্যটনে বরাক উপত্যকার বিভিন্ন উল্লেখযোগ্য স্থানের কথা তুলে ধরেন ৷ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার অংশবিশেষ তুলে ধরে তিনি বলেন, আমরা কেবল ঘর থেকে দু পা বাইরে ফেলে একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দুকে দেখিনি, নইলে বরাক উপত্যকায় প্রকৃতি প্রদত্ত অনেক সম্পদ রয়েছে।

ড. গুপ্ত তাঁর বক্তব্যে বরাক উপত্যকার তিনটি জেলার অসংখ্য পর্যটনের সম্ভাবনার কথা তুলে ধরেন, যেখানে দেশ-বিদেশ থেকে আগত বিভিন্ন পর্যটকেরা ভ্রমণ করতে আসেন। তিনি বলেন, এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হলে পর্যটনশিল্পের আরও উন্নতি ঘটবে এবং সামগ্রিকভাবে বরাকের উন্নয়নে সহায়ক হবে। সম্প্রতি ভারত সরকার দ্বারা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পরিষেবা অসমে চালু হওয়ায় পর্যটকেরা ভবিষ্যতে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে ভ্রমণে আসবেন বলে তিনি আশা ব্যক্ত করেন ৷ প্রসঙ্গক্রমে তিনি কাছাড় জেলার গুটিটিলায় অবস্থিত একমাত্র শিল্পগ্রামের কথা উল্লেখ করেন৷ জানান, সেটি ২ অক্টোবর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।

যুবা ট্যুরিজিম ক্লাবের পক্ষ থেকে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয় এবং বিজয়ীদের হাতে উপহার তুলে দেওয়া হয়৷  সঞ্চালনার দায়িত্বে যুবা ট্যুরিজম ক্লাবের পক্ষ থেকে ছিলেন ডঃ সংঘমিত্রা দেবনাথ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker