NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

ফের খুলল এনআরসি লিঙ্ক, বন্ধের কারণ জানতে পারেননি শিশির দে

ওয়েটুবরাক, ২৭ সেপ্টেম্বর : বেশ কিছু দিন ধরে এনআরসির প্রকাশিত তালিকার লিঙ্ক পাওয়া যাচ্ছিল না৷ ওয়েবসাইট খুলে তালিকার সমস্ত কথার উল্লেখ থাকলেও লিঙ্কে ক্লিক করলে আর ফল মিলছিল না৷ কেন এমন হচ্ছে, একবার সরকারি ভাবে কোনও তালিকা প্রকাশিত হলে এ ভাবে বন্ধ রাখা যায় কিনা,  এ নিয়ে প্রশ্ন উঠতেই অবশ্য লিঙ্কটি খুলে দেওয়া হয়েছে৷ এখন ফের আগের মতোই নিজের নামটি রয়েছে কিনা, তা সাধারণ মানুষ দেখতে পারছেন৷

Rananuj

এনআরসি লিঙ্ক বন্ধ থাকার ব্যাপারে আরটিআই করে কারণ জানতে চেয়েছিলেন ফরেনার্স ট্রাইবুনালের প্রাক্তন সদস্য-বিচারক, করিমগঞ্জের বরিষ্ঠ আইনজীবী শিশির দে৷ তিনি বিষয়টি জানতে চেয়ে আরটিআই করেছিলেন রেজিস্ট্রার জেনারেলের কাছে৷ তাঁর অফিস থেকে আরটিআইর চিঠিটি রাজ্য এনআরসি কার্যালয়ে পাঠানো হয়েছিল‌৷ এর পর অবশ্য জবাব মেলেনি এখনও৷ এর আগেই লিঙ্কটি খুলে দেওয়া হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker