NE UpdatesHappeningsBreaking News
মুখ্যমন্ত্রী-পত্নীর জমি বিতর্ক নিয়ে উত্তাল বিধানসভা
গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মার জমি বিতর্ক ও ১০ কোটি টাকা সরকারি সাহায্যের বিষয়টিকে কেন্দ্র করে শুক্রবার শেষ দিনে উত্তাল হয়ে পড়ে বিধানসভার অধিবেশন। বসুন্ধরা ১ এবং বসুন্ধরা ২ সংক্রান্ত কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের লিখিত প্রশ্নের জবাব রাজস্ব মন্ত্রী যোগেন মোহন দেওয়ার সময় মুখ্যমন্ত্রী পত্নীর জমি বিতর্কের বিষয়টি চর্চায় এসে যায়।
কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা প্রকল্পের অধীনে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার স্ত্রী রিনিকি শর্মা ভূঁইয়ার ১০ কোটি টাকা সরকারি সাহায্য লাভ করা এবং নগাঁওয়ের কলিয়াবরে মুখ্যমন্ত্রী পত্নী ৫০ বিঘা ২ কাঠা ১৯ ছটাক জমি কিনেছেন বলে ওঠা অভিযোগ সম্পর্কে মন্ত্রী যোগেন মোহনের জবাব জানতে চান। সঙ্গে সঙ্গে বিষয়টিতে হস্তক্ষেপ করেন অধ্যক্ষ বিশ্বজিত দৈমারি।
এরপরই কংগ্রেস বিধায়করা এবং বিধায়ক অখিল গগৈ মুখ্যমন্ত্রী পত্নী রিনিকি শর্মা ভূঁইয়ার জমি বিতর্কের ঘটনার তদন্ত দাবি করে বিধানসভা উত্তাল করে তোলেন। কিছুক্ষণ ধরে শাসক ও বিরোধীদের মধ্যে বাকযুদ্ধ চলতে থাকে। পরে অধ্যক্ষ ৩০ মিনিটের জন্য বিধানসভা স্থগিত ঘোষণা করেন। ৩০ মিনিট পর অধিবেশন পুনরায় শুরু হয়। তখন অধ্যক্ষের আসনে বসে উপাধ্যক্ষ নোমাল মোমিন অধিবেশন পরিচালনা করতে শুরু করলে ফের বিরোধীরা সদন উত্তাল করে তোলেন। ফলে দ্বিতীয়বারের জন্য অধিবেশন দশ মিনিট ও তৃতীয়বারের জন্য অধিবেশন ১৫ মিনিট স্থগিত রাখার কথা ঘোষণা করেন উপাধ্যক্ষ।