Barak UpdatesHappeningsSportsBreaking News
মাতৃভূমি-র সেমিফাইনালে কালাখাল এফসি
ওয়েটুবরাক, ৩১ আগস্ট : অন্তিম দল হিসাবে মাতৃভূমি কাপ প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল কালাখাল এফসি । বুধবার কোয়ার্টার ফাইনাল পর্যায়ের প্রবল প্রতিদ্বন্ধিতামূলক খেলায় প্রতিপক্ষ রাজনগর এফসি দলকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনাল সুনিশ্চিত করে কালাখাল।
ধলাইর বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ প্রতিদিনের মতো এদিনও ছিল দর্শকে পরিপূর্ণ, কম করেও পনেরো হাজার ফুটবল প্রেমী দর্শক উপভোগ করেন রোমাঞ্চকর ম্যাচ। এদিন খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় কালাখাল। খেলার ১৭ মিনিটের মাথায় কালাখাল দলের হয়ে দুর্দান্ত গোল করেন সেঙ্গর মার।
সেমিফাইনালের ছাড়পত্র আদায়ে দ্বিতীয়ার্ধের খেলায় দুটি দলই নিজেদের একশো শতাংশ নিংড়ে দিতে প্রস্তুত ছিল। একদিকে প্রথমার্ধের লিডে আত্মবিশ্বাসী কালাখাল, অপরদিকে সমতায় ফিরতে মরিয়া রাজনগর । টানটান উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধের খেলার ১৩ মিনিটে গোল করেন কালাখাল দলের খেলোয়াড় কেলভিন মার। রেফারি অন্তিম বাঁশি বাজাতেই উল্লাসে ফেটে পড়েন কালাখাল দলের খেলোয়াড় সমর্থকরা৷
সে দিনের খেলা পরিচালনা করেন শঙ্কর ভট্টাচার্য। সহযোগী ছিলেন কমরুজ্জামান লস্কর ও প্রবীন বর্মন। চতুর্থ রেফারি ছিলেন শামীম আহমেদ লস্কর। এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন কালাখাল এফসি দলের খেলোয়াড় কেলভিন মার। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার হিসাবে নির্মলা দাস মেমোরিয়াল ট্রফি তুলে দেন অতিথি দুই প্রাক্তন ফুটবলার উজ্জ্বল দত্ত ও নেভার খাসিয়া এবং মথুরাপুর প্রেস বিটেরিয়ান ইংলিশ স্কুলের পরিচালন সমিতির সভাপতি এভার খাসিয়া। উল্লেখ্য ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি স্পন্সর করেন চপল কুমার দাস।
উল্লেখ্য, আগামী ৪ সেপ্টেম্বর রাজগোবিন্দপুর ও যুবমোর্চা নরসিংপুর মণ্ডল এফসির মধ্যে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৬ সেপ্টেম্বর কালাখাল ও জামালপুর এফসির মধ্যে প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ। ফাইনাল আগামী ১০ সেপ্টেম্বর এবং এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আসাম সরকারের পরিবহণ, আবগারি ও মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, জানালেন মাতৃভূমি-র স্তম্ভ সীতাংশু দাস।