Barak UpdatesHappeningsBreaking News
রজিমুল খুনির ফাঁসির দাবিতে ভাগায় মিছিল
ওয়েটুবরাক, ১৬ আগস্ট : মাদ্রাসা ছাত্র রজিমুলের খুনি হিসাবে পুলিশ কর্তৃক চিহ্নিত শিক্ষকের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে ধলাই, ভাগা, লায়লাপুর, হাওয়াইথাং, ফ্রেঞ্চনগর প্রভৃতি অঞ্চল৷ বুধবার এই দাবিতে দীর্ঘ মিছিল বের হয় ভাগা জামে মসজিদ চত্বর থেকে৷ লায়লাপুর বাজারে গিয়ে এর সমাপ্তি ঘটে৷ কিশোর থেকে বৃদ্ধ, বিভিন্ন বয়সের মানুষ তাতে সামিল হন৷ আওয়াজ তোলেন, রেজিমুলের খুনির ফাঁসি চাই৷ তাঁরা ভারতীয় আইন ও বিচারব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করে বলেন, এমন খুনির মৃত্যুদণ্ড হবে বলেই তাঁরা আশা করছেন৷
প্রসঙ্গত, হাওয়াইথাঙের দারুস সালাম আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্রাবাসে ১১ বছরের ছাত্রকে হত্যা করেছে তাঁরই শিক্ষক৷ ৩৫ বছর বয়সী হাফিজ মহসিন রহমান ছাত্রহত্যার দায় স্বীকার করেছেন৷ জেরায় তিনি জানিয়েছেন, রজিমুল হোসেন চৌধুরী নামের ওই ছাত্র কিছুদিন আগে ছাত্রাবাস থেকে পালিয়ে গিয়েছিল৷ ফিরে এলে তিনি বেত্রাঘাত করেন বলে তাঁর অভিভাবক বিচারসভা বসান৷ সেখানে তাঁকে মাফ চাইতে হয়েছিল৷ সে দিন থেকেই তিনি বদলা নেওয়ার অপেক্ষায় ছিলেন৷ শনিবার রাতে ছাত্রাবাসের সবাই ঘুমিয়ে পড়লে তিনি ছুরি দিয়ে রজিমুলের গলা কেটে দেন৷ পুলিশ মহসিনকে গ্রেফতার করে। প্রশাসনের তরফে হাওয়াইথাঙের দারুস সালাম আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা নামের ওই বেসরকারি মাদ্রাসাটি সিল করে দেওয়া হয়েছে।