Barak UpdatesHappeningsBreaking News
পোদ্দার টয়োটার উদ্যোগে ক্লিন শিলচর কনটেস্ট
ওয়েটুবরাক, ১৪ জুলাইঃ পোদ্দার টয়োটা যেমন এই অ়ঞ্চলে ভালো ব্যবসা করছে, তেমনি সামাজিক কর্মকাণ্ডেও নিয়মিত অংশ নিচ্ছে। নানা বিষয়ে সচেতনতা শিবির, সাহায্য-সহযোগিতার পাশাপাশি এ বার গ্রহণ করেছে এক ব্যতিক্রমী কর্মসূচি। শিলচর শহরকে পরিচ্ছন্ন করে তোলার লক্ষ্যে ঘোষণা করেছে ‘পোদ্দার টয়োটা ক্লিন শিলচর কনটেস্ট’। স্বাধীনতার ৭৭ বছর উদযাপনের অঙ্গ হিসেবে এই প্রতিযোগিতার সূচনা হবে আগামী ১৫ আগস্ট তারিখে।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পোদ্দার টয়োটার কর্ণধার বিবেক পোদ্দার ও সুরমিতা পোদ্দার জানান, একমাস ধরে চলবে পর্যবেক্ষণ। ওই সময়সীমায় যে কোনও দিন আকস্মিক পরিদর্শন করবেন পোদ্দার টয়োটার বিচারক মণ্ডলী। মোট তেরোটি পাড়া বা লেনকে পুরস্কৃত করা হবে। সবাইকে দেওয়া হবে নগদ পুরস্কার। প্রথম পুরস্কার ২৫ হাজার, দ্বিতীয় ১৫ হাজার এবং তৃতীয় স্থানাধিকারীকে দেওয়া হবে ১০ হাজার টাকা। থাকবে দশটি শান্ত্বনা পুরস্কারও।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা যেমন রয়েছে, তেমনি থাকছে হাতে হাতে ফর্ম নিয়ে পূরণ করে জমা দেওয়ার পদ্ধতিও । সে ক্ষেত্রে পোদ্দার টয়োটার চিরুকান্দি কার্যালয়ে ফর্ম থাকবে । সে জন্য কোনও প্রবেশমূল্য বা মাশুল লাগবে না বলে তাঁরা জানিয়েছেন।
পোদ্দার দম্পতির কথায়, প্রতিযোগিতার নামে কোনও কোনও এলাকা নতুন করে পরিস্কার করে তোলা হবে। তাতে সমাজের লাভ। আবার কিছু কিছু এলাকা আগে থেকেই খুব পরিচ্ছন্ন। তাদের স্বীকৃতির প্রয়োজন। দুটো উদ্দেশ্যই একসঙ্গে পূরণ হতে চলেছে৷ শিলচর পুরসভার বর্তমান ২৮ ওয়ার্ডের নতুন-পুরনো সবাই নাম নথিভুক্ত করালেই এই কর্মপরিকল্পনা সার্থক হবে।
তাঁদের আশা, শতাধিক পাড়া-লেন এই কনটেস্টে নাম লেখাবে। বিচারকরা চোখে দেখা পরিস্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি প্লাস্টিক সচেতনতা এবং জঞ্জাল নিষ্কাশনের ব্যাপারটিতেও নজর দেবেন, জানান বিবেক-সুরমিতা। সাংবাদিকদের সঙ্গে এ দিনের আলাপচারিতায় ম্যানেজার প্রণয় আচার্যও উপস্থিত ছিলেন।