India & World UpdatesHappeningsBreaking News
পঞ্চায়েত পরবর্তী হিংসা, ভাঙড়ে বোমা ফেটে জখম ১০
কলকাতা, ১৩ জুলাই : পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট মিটলেও অশান্তি থামেনি সে রাজ্যে। বৃহস্পতিবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। সেখানকার চালতাবেড়িয়ার চকমরিচা গ্রামে বোমা ফেটে ঝলসে গেলেন ১০ জন আইএসএফ কর্মী। তাঁদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন দুপুরে সেখানে বিস্ফোরণ হয়।
জানা গিয়েছে, আইএসএফ কর্মীরা গোপনে বোমা বাঁধার কাজ করছিল। সেই বোমা ফেটে এই বিস্ফোরণ হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতরা পালানোর চেষ্টা করছিলেন।সেইসময় পুলিশ তাদের ধরে ফেলে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাদের মধ্যে একজনের দেহ ৬০ শতাংশ পুড়ে গিয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।
মঙ্গলবার এই ভাঙড়েই ভোট পরবর্তী হিংসায় তিনজনের মৃত্যু হয়েছিল। ফলাফলের দিন উত্তপ্ত হয়ে ওঠে কাঁঠালিয়া এলাকা। মুড়ি-মুড়কির মতো বোমা পড়তে থাকে সেখানে। পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই আইএসএফ কর্মীর মৃত্যু হয়। মৃত্যু হয় আরও এক যুবকের। তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। এছাড়াও গুলিবিদ্ধ হন পুলিশের এক পদস্থ কর্তা এবং এক পুলিশকর্মী। বুধবার সকাল থেকে এলাকায় পুলিশি টহল শুরু হয়। চলে ধরপাকড়। এদিন ফের উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ঘটনাস্থলে রয়েছে পুলিশ।