Barak UpdatesHappeningsBreaking News

স্বাস্থ্য পরিষেবায় রাজ্যসেরা কাছাড়, শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ ৫ জুলাই 

ওয়েটুবরাক, ২ জুলাই:  স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন ক্ষেত্রে শীর্ষ স্থান দখল করে নিল কাছাড় জেলা।সাম্প্রতিক শিক্ষা বিভাগের গুণোৎসবের ধাঁচে অনুষ্ঠিত স্বাস্থ্য সেবা উৎসবে রাজ্যের ৩৩টি জেলার মধ্যে সবার উপরের স্থান দখল করে  কাছাড়। এই উৎসবের বিভিন্ন বৈশিষ্ট্যের নির্ণয়ে রাজ্যের মধ্যে কাছাড়ে সর্বাধিক ২২টি হাসপাতাল ‘এ’ গ্রেড পেয়েছে। তালিকার দ্বিতীয় শীর্ষে রয়েছে নলবাড়ি জেলা। তাদেরও ২২টি হাসপাতাল শ্রেষ্ঠত্বের আসন লাভ করেছে। তবে  শতকরা হারে কাছাড় জেলা থেকে অনেক নীচে  তাদের অবস্থান। তাই কাছাড় জেলাকে শীর্ষস্থান প্রদান করা হয়৷ কাছাড় জেলার ‘এ’ গ্রেড হাসপাতালের হার ৫২ শতাংশ। তালিকায়   তৃতীয় স্থানে রয়েছে মরিগাঁও জেলা। তাদের ১১টি হাসপাতাল ‘এ’ গ্রেড পেয়েছে। শতকরা হারে তাদের প্রাপ্তি ২৭ শতাংশ।
এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ড্যাশবোর্ডে অভূতপূর্ব এই ফলাফল প্রকাশ হওয়ার পর উচ্ছাস পরিলক্ষিত হয় জেলার প্রশাসনিক ও স্বাস্থ্য বিভাগের মহলে। জেলাশাসক রোহন কুমার ঝা এক বার্তায় বিভাগীয় সবাইকে উষ্ণ অভিনন্দন জানান।  এই সাফল্যের পেছনে যাঁরা কাজ করেছেন, বিশেষ করে জেলার ৮টি স্বাস্থ্যখণ্ড, সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল অসামরিক হাসপাতাল (জেলা হাসপাতাল) সহ শিলচর আরবান এলাকার চিকিৎসক, বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মী প্রত্যেককে সাধুবাদ জানান। পাশাপাশি শ্রেষ্ঠত্বের এই ধারা বজায় রাখতেও সবাইকে আহ্বান জানান তিনি।  ভবিষ্যতে এর সামঞ্জস্য রাখতে বিভাগীয় কর্মকর্তাদের প্রতি আবেদন জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) যুবরাজ বড়ঠাকুর, ম্যাজিস্ট্রেট জোনালি দেবী, জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মণ, এনএইচএমের জেলা কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষ প্রমুখ।
এদিকে, আগামী ৫ জুলাই গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে এক অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত থেকে স্বাস্থ্য সেবা উৎসবে প্রাপ্ত সেরার এই পুরস্কার গ্রহণ করবেন কাছাড়ের জেলাশাসক সহ জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক, এনএইচএমের জেলা কর্মসূচি প্রবন্ধক সহ অন্যান্যরা। জেলার বিভাগীয় প্রশাসনিক কর্তা,   বিভাগীয় আধিকারিক   ও খণ্ড স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যদের কলাক্ষেত্রের অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেই হিসেবে কাছাড় জেলা দল ৪ জুলাই গুয়াহাটির উদ্দেশে রওয়ানা দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker