Barak UpdatesHappeningsBreaking News
বরাকে অশান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে, ফাঁদে পা দেবেন না : বরাকবঙ্গ
July 2, 2023
ওয়েটুবরাক, ১ জুলাই : বরাকে বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের মধ্যে সম্প্রীতির যে বন্ধন রয়েছে তাকে নষ্ট করার চেষ্টা হচ্ছে বলে সতর্ক করেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। বলেছে , নেপথ্য অঙ্গুলিহেলনে নানাভাবে প্ররোচনা দিয়ে অশান্তি বাঁধাতে চাইছে কিছু কিছু মহল।এদের প্ররোচনার ফাঁদে পা না দেবার জন্য সম্মেলন উপত্যকার শান্তিপ্রিয় জনগণের কাছে আবেদন রেখেছে।
শুক্রবার বরাকবঙ্গের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত এক বিবৃতিতে এ আবেদন রেখে বলেছেন , সাম্প্রতিককালে সংঘটিত বিভিন্ন ঘটনা সাধারণ মানুষের মনে আতঙ্কের আবহ নিয়ে এসেছে। এটা কোনওভাবেই কাম্য নয়। এই উপত্যকায় বসবাসকারী বিভিন্ন জাতি ও ধর্মীয় গোষ্ঠীর মানুষ সুপ্রতিবেশির মনোভাব নিয়ে প্রীতির যে বাঁধন তৈরি করেছেন কোনও কোনও মহল নিজস্ব অভিপ্রায় পূরণে তাকে ক্ষুন্ন করার জন্য মাঝে মাঝেই নানা প্রান্তে তৎপর হয়ে ওঠে । অতীতে সব জনগোষ্ঠীর মানুষ ঐক্যবদ্ধ থেকে অশুভ শক্তির সব প্রয়াস ভেস্তে দিয়ে এই উপত্যকায় সম্প্রীতির যে ঐতিহ্য গড়েছেন, এবারও তা রক্ষায় একইভাবে তাঁরাএগিয়ে আসবেন বলে সাধারণ সম্পাদক দত্ত বিবৃতিতে আশা ব্যক্ত করেছেন।
উপত্যকার জনসংখ্যা বৃদ্ধি সত্বেও নজিরবিহীনভাবে দুটি বিধানসভা কেন্দ্রের অবলুপ্তি ঘটিয়ে , বিভিন্ন স্থানে যুক্তিহীনভাবে কেন্দ্রগুলোর ভৌগোলিক এলাকা কাটাচেরা করে নির্বাচন কেন্দ্র পুনর্বিন্যাস করতে চাওয়ায় গণ-অসন্তোষ ইতিমধ্যেই স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে । এ কথা উল্লেখ করে সাধারণ সম্পাদক দত্ত বিবৃতিতে বলেছেন এই বিষয়টি ছাড়াও কর্মসংস্থান, শিল্পায়ন, নাগরিকত্ব, এন আর সি কান্ডে আধার বঞ্চনা , বেহাল সড়ক যোগাযোগ, সর্বোপরি বিভিন্ন ক্ষেত্রে উপত্যকাকে উপেক্ষা ও আত্মপরিচয় বদলে দেওয়ার প্রণালীবদ্ধ প্রয়াসের বিরুদ্ধে জনমনে যে অসন্তোষ রয়েছে সে সময় দলীয় ও গোষ্ঠী পরিসরের উর্ধ্বে ওঠে উপত্যকার নবীন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকা এবং সমস্বরে কথা বলা যে এই সময়ের দাবি সেটা সবার মনে রাখা উচিত।