Barak UpdatesHappeningsBreaking News

পুলিশে ছয়লাপ, অটো-টুকটুক চলছে, অধিকাংশ দোকান বন্ধ

ওয়েটুবরাক, ২৭ জুন : বিডিএফ, কংগ্রেস সহ বিভিন্ন দল আহূত বারো ঘণ্টার বরাক বনধে তাল কাটল কৈবর্ত উন্নয়ন পরিষদ৷ তাদের বিরোধিতার সূত্র ধরেই মঙ্গলবার ভোর হতে শিলচরে পথে নামলেন অটো ও টুকটুক চালকরা৷ দোকানপাট অবশ্য অধিকাংশই বন্ধ৷ ফাঁকে ফাঁকে দেখা যায়, কেউ ঝাঁপ তুলে বসেছেন৷  শহরে পুলিশ-সিআরপিতে ছয়লাপ৷ এর আগে কোন্ বনধ পুলিশের দিক থেকে এত গুরুত্ব পেয়েছে, মানুষের মনে করা মুশকিল৷ ফলে পিকেটিংয়ের সাহস বা সুযোগই মিলছে না৷ তবে বড়যাত্রাপুরে সকালে সড়ক অবরোধ করেন একদল জনতা৷ গ্রামেগঞ্জে অবশ্য বনধে সাড়া যথেষ্ট৷ করিমগঞ্জ কলেজের সামনে একদল পিকেটার গেট আগলে বসে পড়লে পুলিশ তাদের গ্রেফতার করে৷ পরে ছাত্রছাত্রীরা কলেজে প্রবেশ করে৷ বনধের আহ্বায়করা অবশ্য পরীক্ষাকে বনধের আওতার বাইরে ঘোষণা করেছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker